গত বছর নভেম্বর মাসে ফুটফুটে মেয়ের মা হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। মেয়ের নাম রেখেছেন তাঁরা কৃষভি। এখনও একরত্তি ১ বছর হয়নি। তারই মাঝে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। বাড়িতে ছিলেন না শ্রীময়ী বা কাঞ্চন কেউই। আর সেই সময় তাঁদের মেয়ে কৃষভিকে মারধর করে আয়া।
মেয়ের বয়স যখন মাত্র কয়েকদিন, তখনই কাজে ফিরেছেন শ্রীময়ী চট্টোরাজ। মাঝে বুলেট সরোজিনী নামক একটি মেগাতেও কাজ করেন তিনি। যদিও শ্রীময়ীর মেয়েকে বড় করায় সিংহভাগ দায়িত্বই তাঁর মায়ের উপর। বাবা-মাকে অনেকদিন আগেই হারিয়েছেন কাঞ্চন। তাই কৃষভি দাদু ও দিদার কাছেই বড় হচ্ছে মূলত। তবে মেয়েকে দেখভালের জন্য আয়াও রেখেছেন তাঁরা।
সম্প্রতি শ্রীময়ীর মা বিপত্তরানীর পুজ উপলক্ষে নিজের বাড়িতে ফিরে যান। আর সেই সময় একটি কাজে বাইরে যাওয়ার দরকার পড়ে শ্রীময়ীর। মেয়েকে রেখে যান আয়ার কাছে। তবে বাড়িতে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজেই ধরা পড়ে যে, কৃষভি কাঁদছে। আর বাচ্চার কান্না থামাতে তাকে উপুড় করে শুইয়ে মারধর করছে ওই আয়া। শ্রীময়ী জানান যে, গোটা ঘটনা জানতে পেরেই ওই আয়াকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। এমনকী, কাঞ্চন সেই আয়ার নামে মামলাও করতে চেয়েছিল।
শুধু তাই নয়, শ্রীময়ীর অভিযোগ এই আয়া তাঁদের বাড়ি থেকে অনেক দামি জিনিসও চুরি করেছে। কদিন ধরেই তাঁরা লক্ষ্য করছিলেন যে, বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ, কাঁসার বাসন কমে যাচ্ছে। তখন আবাসনের নিরাপত্তারক্ষীদের থেকে খোঁজখবর নিয়ে শ্রীময়ীরা জানতে পারেন, তাঁরা না থাকলে সিসিটিভি বন্ধ করে বাড়ির দামি বাসন চুরি করে বাইরে পাচার করেন ওই পরিচারিকা।
অভিনেতার পাশাপাশি কাঞ্চন দুঁদে রাজনীতিবিদও। তৃণমূলের বিধায়ক তিনি। এরকম এক দাপুটে তারকার বাড়িতেও, এমন কাণ্ড ঘটনোর সাহস পেলেন কী করে ওই পরিচারিকা! কাঞ্চন-শ্রীময়ীও বেশ চিন্তায়, মেয়েকে কার ভরসায় রেখে যাবেন এরকম বাড়িতে।