বাংলা নিউজ > বায়োস্কোপ > Kalpana Kartik on Dev Anand: কী নামে ডাকতেন, কী বলতেন, দেব আনন্দের জন্মশতবার্ষিকীতে স্মৃতির খেয়া ভাসালেন স্ত্রী কল্পনা
পরবর্তী খবর
Kalpana Kartik on Dev Anand: কী নামে ডাকতেন, কী বলতেন, দেব আনন্দের জন্মশতবার্ষিকীতে স্মৃতির খেয়া ভাসালেন স্ত্রী কল্পনা
1 মিনিটে পড়ুন Updated: 26 Sep 2023, 11:16 AM ISTSubhasmita Kanji
Kalpana Kartik on Dev Anand: দেব আনন্দের জন্ম শতবার্ষিকী আজ। স্বামীর বিশেষ দিনে তাঁকে স্মরণ করে কী বললেন কল্পনা কার্তিক?
দেব আনন্দের জন্মশতবার্ষিকীতে স্মৃতিচারণ অভিনেতার স্ত্রী কল্পনা কার্তিকের
দেব আনন্দ আদ্যোপান্ত রোম্যান্টিক মানুষ ছিলেন সে অফস্ক্রিন বলুন বা অনস্ক্রিন। তাঁর এবং তাঁর স্ত্রী কল্পনার আলাপ, পরিচয়, প্রেম সবটাই ছবি করতে গিয়ে। তবে জানেন কি তাঁদের প্রেম কাহিনিটা নিয়েই একটা আস্ত সিনেমা তৈরি করে ফেলা যায়! তাঁদের যেমন দর্শকরা পর্দায় রোম্যান্স করতে দেখেছেন, তেমনই বাস্তবে তাঁদের প্রেমটা দারুণ জমজমাট ছিল। তাঁদের সম্পর্ক আজও অনেকের কাছেই অনুপ্রেরণা। দেব আনন্দের বেটার হাফের বয়স এখন ৯২। না, তিনি আজকালকার জেনারেশনের মতো প্রিয়জনের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন না। কিন্তু তাঁর স্মৃতিতে আজও অমলিন দেব আনন্দ। তাঁদের প্রেম। তাঁদের সংসার।
দেব আনন্দের ১০০ তম জন্মবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। কী জানালেন অভিনেতাকে নিয়ে?
কল্পনা কার্তিকের স্মৃতিতে দেব আনন্দ
বাজি ছবির অভিনেত্রী পুরনো স্মৃতি হাতড়ে বলেন, 'আমি শিমলার সেন্ট বিডস কলেজের ছাত্রী ছিলাম। ওখানে পড়াকালীন একটি বিউটি কনটেস্টে নাম দিই। সেখানেই চেতন আনন্দ আমায় দেখেন এবং এই ফিল্মের জগতের সঙ্গে পরিচয় করান। গুরু দত্তের হাত ধরে আমি প্রথম সুযোগ পাই বাজি ছবিতে। এখানেই আমি দেব আনন্দের বিপরীতে কাজ করি প্রথমবার। আমরা একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করেছিলাম। ওর এই জন্ম শতবার্ষিকীতে আমার মনে হচ্ছে আমি ওকে ফান্টুস বলে ডাকি (ট্যাক্সি ড্রাইভারে যেমন শোনা গিয়েছিল) বা ন দো গেয়ারাতে আমি যেভাবে ওকে প্রণাম বলতাম তেমন ভাবে আবার বলি। ও হয়তো আজ এখানে নেই, কিন্তু আমার পাশে সবসময় আছে। আমায় যেন মোনা বলে ডাকছে।'
দেব আনন্দ এবং কল্পনা কার্তিক একসঙ্গে পাঁচটি ছবিতে কাজ করেছিলেন। তাঁদের প্রথম ছবি বাজি ১৯৫১ সালে মুক্তি পায়। এটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি ছিল। এরপর তাঁদের পরের বছরই আঁধিয়া ছবিতে দেখা যায়। চেতন আনন্দ এই ছবির পরিচালনা করেছিলেন। ভেনিস, মস্কো এবং পেকিং চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দারুণ প্রশংসিত হয়েছিল সেই সময়।
এরপর ১৯৫৪ সালে মুক্তি পায় ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার ছবির সেটেই মধ্যরাত বিয়ে করেছিলেন দেব আনন্দ এবং কল্পনা কার্তিক। ১৯৫৫ সালে মুক্তি পায় হাউজ নম্বর ৪৪। ১৯৫৭ সালে আসে ন দো গেয়ারা।