সেলেবদের সব দিকেই নজর নেটিজেনদের। পান থেকে চুন খসেই পড়তে হয় প্রশ্নের মুখে। একটু এদিক থেকে ওদিক হলেই ট্রোল পুলিশদের হামলা। তবে এবার কাজল যা করলেন তা দেখে হয়রান নায়িকার ভক্তরাও। ইনস্টাগ্রামে নায়িকার কীর্তি দেখে কটাক্ষের বন্যা। অজয় ঘরণীর সঙ্গে জয়া বচ্চনের পর্যন্ত তুলনা টেনে বসলেন অনেকে। কী করেছেন এই বঙ্গ তনয়া?
এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো। সেখানে ছেলে যুগের সঙ্গে দেখা মিলছে কাজলের। ছেলের চোট, খুঁড়িয়ে হাটছে যুগ। কোনও ক্লিনিকের বাইরে লেন্সবন্দি মা-ছেলে। সিঁড়ি দিয়ে নামার সময় যুগের দিকে সাহায্যের হাত বাড়ায় কাজলের দেহরক্ষী। আচমকা সেই বডিগার্ডকে ধাক্কা মেরে সরান কাজল। এর জেরেই অভিনেত্রীর সমালোচনায় মুখর নেটিজেনরা। একজন লেখেন, ‘হাঠৎ করে বডিগার্ডকে ধাক্কা মারল কেন? প্রচণ্ড বেয়াদপ’। অপর একজন লেখেন, ‘পয়সা থাকালেই বড়লোক হওয়া যায় না, বড় মনের মানুষ হতে হয়’। আরেকজন লেখেন, ‘কাজল দিন দিন জয়া বচ্চন হয়ে উঠছেন’। কেউ বললেন, ‘জয়া বচ্চন পার্ট ২’।
অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-তে। আগামিতে ‘মহারাগিনী- কুইন অফ কুইনস’-এ দেখা মিলবে তাঁর। যে ছবিতে ২৭ বছর পর প্রভুদেবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কাজল। এছাড়াও কৃতি শ্যাননের সঙ্গে দো-পাত্তি ছবিতেও দেখা যাবে কাজলকে।