রুপোলি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প বলবে ‘যুগ যুগ জিও’। পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান এবং কিয়ারা আডবানি। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারা জুটিকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর। মুক্তি পেয়েছে ছবির নতুন গান 'রঙ্গিসারি'।
রঙিন এবং রোম্যান্সে ভরপুর ছবির দ্বিতীয় গান 'রঙ্গিসারি'। গানটি প্রয়াত ধ্রুপদী কণ্ঠশিল্পী শোভা গুর্তুর জনপ্রিয় ঠুমরি ‘রঙ্গিসারি’র একটি পরিবেশন। এর আগে ‘নাচ পাঞ্জাবন’ও মুক্তি পেয়েছে, কিছুদিনের মধ্যেই দারুণ হিট হয়েছে সেই গান। ছবির দ্বিতীয় গানে ডান্স ক্লাবে প্রবেশ করে একসঙ্গে নাচতে গিয়েছে বরুণ-কিয়ারাকে। দুজনে একসঙ্গে ডান্স নম্বরের হুক স্টেপ পারফর্ম করেন। গানটি গেয়েছেন কনিষ্ক শেঠ এবং কবিতা শেঠ। গানটির সুরকারও তাঁরা।
আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে দেখা গিয়েছে বরুণ-কিয়ারা ডিভোর্স চান, দাম্পত্য সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে রাজি নন তাঁরা। ডিভোর্সের কথা পরিবারকে জানতে সংকোচ বোধ করছেন বরুণ। কারণ মায়ের মুখে সে স্পষ্ট শুনেছে, ‘এই পরিবারে ডিভোর্স হয় না’। এভাবে বিভিন্ন প্রকারে পরিবারকে নিজের ডিভোর্সের কথা জানানোর সিদ্ধান্ত নেন তিনি। আরও পড়ুন: মুম্বইয়ে ‘যুগ যুগ জিও’র জমজমাট ট্রেলার লঞ্চ, হাজির অনিল, বরুণ, কিয়ারা, নীতুরা