খুব ছোটবয়সে গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রাখেন সারা সেনগুপ্ত। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘উমা’ ছবিতে সে কাজ করেছিল বাবা যিশু সেনগুপ্তর সঙ্গেই। তারপর থেকে আর কোনো সিনেমায় কাজ করেননি তারকা-কন্যা। তবে সম্প্রতিই খবর মেলে যে, বলিউডে ডেবিউ করতে প্রস্তুত এই স্টারকিড। আর শুধু তাই নয়, তাঁকে বলিউডে লঞ্চ করবেন স্বয়ং সলমন খান। ভাবা যায়, যে কোনো নতুন মুখের জন্যই এর চেয়ে বড় সুযোগ আর হয় না।
তবে এসব খবর একেবারেই ভুয়ো। সারা নিজের মুখেই তাঁর বলিউডে, সলমন খানের প্রযোজনায় কাজ করার জল্পনায় জল ঢাললেন। লিখলেন, ‘হাই! আমি এখানে এলাম কিছু জিনিস স্পষ্ট করতে। আমি সম্প্রতি কিছু খবর দেখলাম, যেখানে বলা হচ্ছে যে, আমি নাকি বলিউডে পা রাখতে চলেছি। যদিও ভবিষ্যতে আমার অভিনয়ের পরিকল্পনা রয়েছে, তবে বর্তমানে আমি চাই মডেলিংটাই মন দিয়ে করতে। আশা করি, কোনোদিন এটাই সত্যি হবে। দিনটা ভালো কাটুক।’
যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বড় মেয়ে সারা। সদ্য ১৯ বছরে পা রেখেছেন তিনি। তবে রূপা লাবন্যে ঝড় তোলেন এখনই আট থেকে আশির মনে। এমনকী, ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের হয়ে র্যাম্পও হেঁটেছেন।
আরও পড়ুন: অবন্তীর শিসে মুগ্ধ শঙ্কর মহাদেবন! আগে এই বাংলাদেশী মেয়েকে সারেগামাপা-য় ডাকা হত শিসপ্রিয়া
সোশ্যাল মিডিয়াতে এই বয়সে আকাশছোঁয়া জনপ্রিয়তা সারার। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার। নীলাঞ্জনাও একসময় ছিলেন নামী মডেল। মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন সারাও।