সদ্যই বেঙ্গল টাইগার্স সেলিব্রিটি সিক্রেট লিগ জিতে ফিরেছে। এইবারও লিগের প্রতিটি ম্যাচ খেলেছেন অধিনায়ক যিশু সেনগুপ্ত। কিন্তু তিনি সম্প্রতি টিভি ৯ বাংলাকে জানিয়েছেন তাঁর বলিউডের একটি প্রজেক্টের শ্যুটিং ছিল। কিন্তু সেই কাজ পিছিয়ে যাওয়ায় তিনি প্রতিটি ম্যাচ খেলতে পেরেছেন। নইলে হতো না। এদিন অভিনেতা এও জানান যে সবসময় এভাবে ম্যানেজ করা যায় না, আর সেটা সবাই বুঝতে চায় না।
আরও পড়ুন: ক্যামেরা থেকে মেকআপ, গিফট কার্ড: এনগেজমেন্টে কী কী উপহার পেলেন সুকান্ত-অনন্যা?
কী জানিয়েছেন যিশু?
এদিন যিশু এই সাক্ষাৎকারে বলিউডের প্রজেক্টের ডেট, শ্যুটিং এবং সেটাকে অ্যাডজাস্টমেন্ট প্রসঙ্গে বলেন, 'বাড়ির লোকেরাই মনে করত যে তুমি এটা ক্যানসেল করতে পারবে না? এটা হয় না। আমি সুপারস্টার নই। আমি বিশ্বাস করি না যে আমি একজন তারকা। আমি একজন অভিনেতা। সে ভালো অভিনেতা হতে পারি, খারাপ অভিনেতা হতে পারি, কিন্তু একজন অভিনেতা। স্টার নই। বিশেষ করে অন্য ইন্ডাস্ট্রিতে। নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়, লড়াই করতে হয়। কিছুই সহজে হয় না। অনেকে ভাবেন আমার কাজটা সহজ। সেটা নয়। খেটে আগে ওই জায়গাটা তৈরি করতে হয়।'
তিনি এদিন এও জানান তিনি আজ পর্যন্ত বেছে, কোন ছবি চলবে, কোনটা চলবে না সেটা ভেবে করেননি। খালি ফারাক এখন একটাই, আগে সব ছবি করতেন তিনি। এখন গল্প শুনে ঠিক করেন, গল্প ভালো লাগল সেই কাজ করেন। নইলে না। তাঁর কথায়, 'আজ অবধি স্ট্র্যাটেজি করতে পারিনি। আগে প্লেটে যা আসত সব খেতাম। এখন এটা খাব এটা খাব না বলি। আগে তার জন্য বদহজম হতো। কিন্তু তাই বলে যে ছবিগুলো চলেনি সেগুলো আমার ছবি নয় এটা মানি না। আমি আজ যে জায়গায় গেছি সেটার জন্য ওই ছবিগুলোরও অবদান আছে। আমার হিটের থেকে ফ্লপের সংখ্যা বেশি। তবে আমি মনের কথা শুনি। মন কিছু করতে বললে করি।' যিশুর মতে কোনও কাজ যদি সৎ ভাবে কাজ করা যায় তাহলে সেটার দাম আছে।
আরও পড়ুন: 'শত চেষ্টা করেও...', বড়সড় সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া! কী ঘটেছে গায়িকার সঙ্গে?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, অভিনেতাকে দর্শকরা শেষবার দেবের সঙ্গে খাদান ছবিতে দেখেছেন। আগামীতে তিনি আবারও ছোট পর্দায় ফিরছেন রিয়েলিটি শো নিয়ে। তবে এবার আর সঞ্চালক নন। বিচারক হয়ে আসছেন ড্যান্স বাংলা ড্যান্স শোয়ে। ইতিমধ্যেই সেটার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এছাড়া জানা গিয়েছে তাঁকে আগামীতে শাহরুখের সঙ্গে কিং ছবিতেও দেখা যাবে।