তাঁর প্রাণখোলা হাসিতে আজও ক্রাশ খায় আসমুদ্র হিমাচল। ৫৪-র গণ্ডি পার করেও তাঁর রূপের জাদুতে আজও মুগ্ধ কাশ্মীর থেকে কন্যাকুমারী। কথা হচ্ছে, বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতের। আপতত সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ঝলক দিখলাজা-র বিচারক হিসাবে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
অনুষ্ঠানের আসন্ন এপিসোডে ঝলকের মঞ্চে দু-দশক পুরোনো ম্যাজিক রি-ক্রিয়েট করবেন মাধুরী। দেবদাস ছবির ‘ডোলা রে’ গানে পা মিলিয়েছিলেন ঐশ্বর্য-মাধুরী। দুই সুন্দরীর রূপের জাদু আর নাচের দক্ষতা দেখে হাঁ হয়ে গিয়েছিল সিনেপ্রেমীরা। ঝলকের মঞ্চে মাধুরী বুঝিয়ে দিলেন ‘পার্বতী’র বয়স বাড়লেও তাঁর নাচের মাধুর্য ফিকে হয়নি একবিন্দু। ঝলকের প্রতিযোগী, অভিনেত্রী অম্রুতা খানভিলকার নিজের কোরিওগ্রাফারের সঙ্গে মাধুরী-ঐশ্বর্যর কালজয়ী নাচকে তুলে ধরবেন মঞ্চে। এই পারফরম্যান্স শেষে নিজেকে আটকে রাখতে পারেননি মাধুরী। মঞ্চে এসে নিজেও নাচের তালে পা মেলালেন।
আরও পড়ুন- Priya Paul: বিগ বস খ্যাত অভিনেত্রী এবার জি বাংলার পর্দায়, জগদ্ধাত্রীতে নতুন চমক!