তারক মেহতা কা উলটা চশমার প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন জেনিফার মিস্ত্রি। যিনি শোতে মিসেস রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে সিরিয়াল ছেড়ে দেন জেনিফার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন জেনিফার।
তারক মেহতার মিসেস রোশন সিং দাবি করেন, ২০১৮ সালে শোয়ের অপারেশন হেড সোহেল রাহমানি তার সঙ্গে ফোনে অনুপযুক্তভাবে কথা বলেছিলেন। তিনি অসিত মোদীর কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অসিত মোদীও তাঁর সঙ্গে খারাপভাবে কথা বলেন।
জেনিফার বেশ কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন, যখন অসিত মোদী তার সঙ্গে আপত্তিজনক ভাষায় কথা বলেছিলেন। পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে জেনিফার মিস্ত্রি বানসিওয়াল বলেন, ‘আমি যখন সোহেলের ব্যাপারটা নিয়ে কথা বলতে আসিতজির কাছে গিয়েছিলাম, তখন তিনি তাদের সবাইকে চলে যেতে বলেন এবং আমাকে বলেছিলেন, 'বেশ সেক্সি লাগছে তোমাকে'।’
জেনিফার জানান, ২০২২ সালে যখন তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল এবং ভিসার জন্য একটি চিঠির প্রয়োজন হয়েছিল, তখন প্রযোজনা সংস্থা তাঁর সঙ্গে অসহযোগিতা করে। এই নিয়ে অভিযোগ জানাতেও অসিতের সঙ্গে যোগাযোগ করেন।
জেনিফার জানান, চিঠির অনুরোধ করার সময় তিনি কাঁদতে শুরু করলে অসিত মোদি ফোনে বলেন, 'তুমি কাঁদছ কেন? তুমি সামনে থাকলে, আমি তোমাকে জড়িয়ে ধরতাম। আমি একটা সুযোগ নিতাম। এমনিতে তো তুমি আমাকে পাত্তা দাও না।
জেনিফার ২০১৯ সালের মার্চ মাসে সিঙ্গাপুরে শুটিংয়ের সময় একটি ঘটনাও বর্ণনা করেছিলেন। জেনিফার জানান, অসিত মোদী বলেছিলেন, 'কী করো, তোমার রুমমেট তো রোজ বাইরে যায়। আসো আমরা ঘরে এসে হুইস্কি পান করি। একা একা বোর হবে না। জেনিফারের কতগুলো বয়ফ্রেন্ড আছে তাও জানতে চেয়েছিলেন অসিত। জেনিফার জানান, তিনি প্রথমে এসব উপেক্ষা করেছিলেন। জেনিফার জানান, সিঙ্গাপুরে শুটিং চলাকালীন তৃতীয় দিনে অসিত মোদী তাকে বলেছিলেন, 'তোমার ঠোঁট খুব সেক্সি, মনে হচ্ছে আমার চুমু খাওয়া উচিত। জেনিফার জানান, এ কথা শুনে তিনি ভয় পেয়ে যান এবং নিথর হয়ে যান।
জেনিফার জানান যে, অসিত মোদী সিঙ্গাপুরে তাঁকে যা বলেছিলেন, তা তিনি মুনমুন দত্তকে জানান। এবং মুনমুন এই বক্তব্যের কারণে অসিত মোদীকেও তিরস্কার করেছিলেন।
জেনিফার বলেন, মুনমুন একজন শক্তিমান নারী। মুনমুন চিৎকার করে অসিতজিকে বলেন, ‘কী ব্যাপার, ওকে বিরক্ত করছ কেন? ও কিছু বলে না বলে, তুমি যা ইচ্ছে বলছ। কী বাজে কথা বলছ ওকে? আমি এটা করব, আমি ওটা করব।’ জেনিফার আরও দাবি করেন যে, মুনমুনকে একটু ভয় পান, সমীহ করে চলেন অসিত। আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ সালে 'তারক মেহতা কা উল্টা চশমা' শো ছেড়ে দিয়েছেন জেনিফার।