Jawan Box Office Collection: জওয়ান ঝড়ের গতি খানিকটা কমলো বৃহস্পতিবার। মুক্তির পর এখনও পর্যন্ত সবচেয়ে কম টাকা আয় হল ১৫তম দিনে। তবে কি পাঠান-এর রেকর্ড ছুঁতে পারবে না এই ছবি?
জওয়ান ঝড়ের গতি ধীর
একটু একটু করে কমছে ‘জওয়ান’ ঝড়ের গতি। গত দু-সপ্তাহ ধরে বক্স অফিসে শুধু একটাই নাম শাহরুখ খান। 'মাস হিরো' হিসাবে শাহরুখের তুলনা তিনি নিজেই তা প্রমাণ করে দিয়েছেন কিং খান! চার বছর পর পাঠান-এর সঙ্গে রুপোলি পর্দায় কামব্যাক করেন শাহরুখ। তিনি প্রমাণ করে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়! গোটা বিশ্ব জুড়ে এখন শাহরুখ খানের শাসন জারি রয়েছে। ‘পাঠান’এর পর বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘জওয়ান’। আরও পড়ুন-পিছনে ফেলল বাহুবলী ২-কে! শাহরুখের ‘জওয়ান’ ঘোড়া থামবে না সহজে, ১৪ দিনের আয় কত?