বিরাট কোহলির প্রশংসা করতে গিয়ে কটাক্ষের মুখ জাভেদ আখতার! জাভেদের পোস্টে ‘রোহিত শর্মার ফ্যাট শেমিং’-এর প্রসঙ্গ টানতেই নিন্দুককে কড়া জবাব দিলেন জাভেদ, বললেন, ‘আপনি আরশোলা, নিজের মুখ বন্ধ রাখুন।’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয় আসায় আনন্দে মেতেছিল দেশবাসী। সেই আবহেই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সমাজমাধ্যমের পাতায় শুভেচ্ছাবার্তা দেন জাভেদ আখতার। আর সেই পোস্টে বিরাট কোহলির প্রশংসা করেন তিনি। তবে পোস্টে অধিনায়কের নামের উল্লেখ পাওয়া যায়নি।
আরও পড়ুন: আর দেখা যাবে না ‘শৌর্য’কে! সত্যি বন্ধ হচ্ছে মিঠিঝোরা, সপ্তর্ষির পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে
জাভেদ আখতার লেখেন, ‘বিরাট কোহলি ফের প্রমাণ করে দিলেন যে, ও ভারতীয় ক্রিকেট টিমের সবথেকে শক্তিশালী স্তম্ভ তিনি।’ আর পোস্ট প্রকাশ করতেই জাভেদের দিকে ধেয়ে আসে বাক্যবাণ, সমাজমাধ্যমে প্রচন্ডভাবে ট্রোল্ড এই প্রবীণ শিল্পী।
একজন নেটিজেন তাঁর পোস্টে রোহিতের ফ্যাট শেমিংয়ের প্রসঙ্গ টেনে কমেন্ট করে লেখেন, ‘বিরাট যদি স্তম্ভ হন, তাহলে রোহিত শর্মা কি ভারী স্তম্ভ? ছিঃ, জাভেদ আখতার লজ্জার বিষয় আপনি ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ককে ফ্যাট শেমিং করলেন।’ তবে এই অকারণ দোষারোপ মেনে নিতে না পেরে পালটা জবাব দেন নিন্দুকদের। তিনি লেখেন, 'আপনি আরশোলা, নিজের মুখ বন্ধ রাখুন। শুধু রোহিত শর্মা নন, ভারতীয় ক্রিকেট দলের সমস্ত প্লেয়ারকে আমি ভীষণ ভাবে শ্রদ্ধা করি। এতটা খারাপ মানসিকতার আপনি। আর কী ভয়ঙ্কর মিথ্যেবাদী। রোহিতের সম্পর্কে আমি কি কোনও কুকথা বলেছি? এমন মিথ্যে রটাচ্ছেন আপনি। আপনি খুব খারপ।’
আরও পড়ুন: কাশীর আদলে তৈরি এই সেটে প্রিয়াঙ্কা চোপড়া! এসএস রাজামৌলির নতুন সিনেমার ছবি ফাঁস
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে রান করতে পারেননি রোহিত। ১৫ বলে মাত্র ১৭ রান করেন তিনি। আর তাতেই স্যোশাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখে পড়তে হয় রোহিতকে। তার মাঝেই রোহিত শর্মাকে ‘মোটা’ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ।
উল্লেখ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে। এদিকে ভারতের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা এর আগে একটি টি২০ বিশ্বকাপ জিতেছেন, একটি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছিলেন ভারতকে। এদিকে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁর নেতৃত্বে ভারতীয় দল রানার্স আপ হয়েছিল। এদিকে ওডিআই-তে রোহিত শর্মার ১১ হাজারের ওপরে রান রয়েছে। একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি ওডিআই-তে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ওডিআই ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস তাঁরই নামে। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত।