মেয়েদের পিরিয়ডের ব্যথাকে উপেক্ষা করে এমন পুরুষদের নিয়ে তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি বলেছেন, ‘তাঁরা নিজেরাই এই ব্যথা সহ্য করতে পারবেন না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে, জাহ্নবী কীভাবে পিরিয়ডের ব্যথা মহিলাদের উপর বিভিন্ন ভাবে প্রভাব ফেলতে পারে এবং কেন কিছু পুরুষ এটাকে তুচ্ছ ভাবে দেখেন সে সম্পর্কে কথা বলেছেন।
আরও পড়ুন: দিপীলের বউ দেখে বিয়ের ইচ্ছে প্রকাশ করলেন রুদ্রনীল, কেমন মেয়ে চান নিজের জন্য?
মাসিকের ব্যথা প্রসঙ্গে জাহ্নবী
হাউটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে, অনেক সময় মহিলারা কোনও কারণে উত্তেজিত হয়ে পড়লে বা চিৎকার করলে, সেই মুড সুইংটাকে উড়িয়ে দেওয়ার জন্য বেশির ভাগ সময় ছেলেরা ঋতুস্রাবের প্রসঙ্গ টেনে আনেন। সে সম্পর্কেই এবার সরব হলেন জাহ্নবী।
তাঁর কথায়, 'যদি আমি তর্ক করার চেষ্টা করি বা আমার বক্তব্য তুলে ধরি, তখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষ জিজ্ঞাসা করছেন ‘এটা কি মাসের সেই সময়?’ আপনি যদি সত্যিই উদ্বিগ্ন হন আমার শারীরিক অবস্থা নিয়ে তাহলে জিজ্ঞাসা করুন, 'আপনার কি কিছুটা সময়ের প্রয়োজন, এটা কি মাসের সেই সময়?' সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, প্রায়শই এক মিনিটের প্রয়োজন হয়, কারণ আমাদের হরমোনগুলি সব সময় নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে ব্যথার মধ্য দিয়ে যাই, সেটা একবার অনুভব করতে পারলে…'
আরও পড়ুন: পরকীয়া প্রেম বা লিভ-ইন করলেও বা কী সমস্যা! দিলীপের বিয়ে নিয়ে স্পষ্টবাক শ্রীলেখা
জাহ্নবী আরও বলেন, ‘অনেকেই মাসিকের বিষয়টা অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে দেখেন। তবে এক্ষেত্রে আমি জোরের সঙ্গে বলতে চাই, যে ছেলেরা মেয়েদের ঋতুস্রাবের ব্যথা তুচ্ছ করে, তাদের এরকম যন্ত্রণা এবং মুড সুইং সহ্য করতে পারবে না। পুরুষদের পিরিয়ড হলে দেখা যেত পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।’ জাহ্নবীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মহিলাদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছে।
কাজের সূত্রে ২০২৪ সালে জাহ্নবীর তিনটি ছবি মুক্তি পায়। ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’ এবং ‘দেবরা: পার্ট ১’। বর্তমানে তিনি তাঁর পরবর্তী ছবি, ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র শ্যুটিংয়ে ব্যস্ত। তাছাড়াও ২০২৫ সালে ‘পরম সুন্দরী’ নামে তাঁর একটি ছবি মুক্তি পাওয়ার কথা আছে। এছাড়াও জাহ্নবী তেলেগু সিনেমায় ফিরবেন ‘পেদ্দি’ দিয়ে। ‘বুচি বাবু সানা’ নামেও একটি ছবি আসছে। সেখানে দেখা যাবে রাম চরণ, শিব রাজকুমার, দিব্যেন্দু শর্মা এবং জগপতি বাবুকে। ‘পেদ্দি’ মুক্তি পাওয়ার কথা ২৭ মার্চ, ২০২৬।