হলুদ শাড়ি, গোলাপি ব্লাউজ, হাতে শাঁখা-পলা, আর সিঁথিতে সিঁদুর, গলায় ও কানে সোনার গয়না, নববধূর সাজে লাজুক হাসিতে ধরা পড়েছেন অঙ্কিতা। আর এই ছবি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পোস্টের পরই সকলের প্রশ্ন তবে কি সত্যিই বাস্তবেও সৌম্যদীপের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অঙ্কিতা? অনেকেই অঙ্কিতার এই নববধূ লুকে মুগ্ধ।
লাজে রাঙা ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা
এই মুহূর্তে TRP তালিকায় প্রায় প্রতি সপ্তাহেই প্রথম সারিতেই থাকছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের নাম। সেই সুবাদেই জনপ্রিয়তার শীর্ষে ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ওরফে ‘জ্যাস’-কে। ধারাবাহিকে জগদ্ধাত্রীর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে স্বয়ম্ভুকে। স্বয়ম্ভুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়।
বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বাস্তবেও নাকি অঙ্কিতা আর সৌম্যদীপ প্রেম করছেন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সৌম্যদীপ এবং অঙ্কিতা। তাঁদের প্রেমের গুঞ্জনের মাঝেই নতুন বউ-এর বেশে দেখা গেল অঙ্কিতাকে। হলুদ শাড়ি, গোলাপি ব্লাউজ, হাতে শাঁখা-পলা, আর সিঁথিতে সিঁদুর, গলায় ও কানে সোনার গয়না, নববধূর সাজে লাজুক হাসিতে ধরা পড়েছেন অঙ্কিতা। আর এই ছবি অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পোস্টের পরই সকলের প্রশ্ন তবে কি সত্যিই বাস্তবেও সৌম্যদীপের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অঙ্কিতা? নেটনাগরিকদের অনেকেই অঙ্কিতার এই নববধূ লুকে মুগ্ধ। অনেকেই জানতে চান সত্যি সত্যিই অঙ্কিতা বিয়ের পিঁড়িতে বসছেন কিনা?