বলিউডের অনেক হিট ছবির সিক্যুয়েলের পাশাপাশি ‘মুন্নাভাই’য়ের ভক্তরাও অপেক্ষা করছেন এর তৃতীয় পার্টের জন্য। এই ছবির অন্যতম অভিনেতা আরশাদ ওয়ারসি। সম্প্রতি ছবি সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। সিনেমায় সার্কিটের চরিত্রে অভিনয় করেছেন আরশাদ। অভিনেতা মনে করেন, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর তৃতীয় পর্ব কখনই হবে না।
রাজ কুমার হিরানি পরিচালিত ‘মুন্নাভাই এমবিবিএস’-এর প্রথম পার্ট ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। এর পরেই সিক্যুয়েল আসে ‘লাগে রাহো মুন্নাভাই’। এতে আরশাদ ওয়ারসি একজন অশিক্ষিত গুন্ডা সার্কিটের ভূমিকায় অভিনয় করেছেন।
ছবিটির তৃতীয় পার্ট নিয়েও আরশাদকে প্রশ্ন করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘মুন্নাভাই এমবিবিএস আমার কেরিয়ারকে বাস্তবে পরিণত করেছে। ছবিটির তিন-চার বছর আগে পর্যন্ত আমার হাতে কোনও ছবি ছিল না। আমি লোকচক্ষুর বাইরে ছিলাম।’ আরও পড়ুন: স্ত্রীর গালে গাল ঘষে আদুরে চুমু, ২৬ বছরের বিবাহবার্ষিকী উদযাপনে রোম্যান্টিক ববি
পরের ছবি কবে আসবে, জবাবে আরশাদ বলেন, 'লাগে রহো'র পর ১৬ বছর ধরে অপেক্ষা করছি। সত্যি কথা বলতে, আমার মনে হয় না ছবির তৃতীয় অংশ কখনও আসবে। আমি আশা করি এটি যাতে গল্পটির সঠিক সমাপ্তি হতে পারে। দর্শকদের জন্য এত কিছু তৈরি হয়েছে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে।'