২০২৪ সালে করিনা কাপুর অভিনীত 'ক্রু' ছবিটি মুক্তি পায়। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু। এখন, এই কমেডি-ড্রামা ছবির সিক্যুয়েলের খবর সামনে আসছে। রিয়া কাপুর এবং একতা কাপুর একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন। করিনা কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। অনুমান করা হচ্ছে যে সিক্যুয়েলেও দেখা মিলবে করিনার।
আরও পড়ুন: এই তরুণী অভিনেত্রীকে অমিতাভের থেকেও বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল! জানেন কেন?
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে শাহরুখের চেয়ে বেশি হাততালি কুড়ালো এই অভিনেত্রী, তিনি রানি নন
'দ্য ক্রু'-এর একটি সিক্যুয়েল তৈরি করা হবে?
পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, টিমটি বেশ কয়েকটি গল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। তারপর এমন একটি গল্প বেছে নেওয়া হয়েছে যার থেকে ‘কুরু ২’ হওয়ার সম্ভাবনা রয়েছে। করিনা কাপুর আবারও এই ছবিটিতে ফিরে আসবেন বলে শোনা গিয়েছে। তবে, কৃতি শ্যানন এবং টাবু ছবিতে অভিনয় করবেন কিনা সে সম্পর্কে কোনও খবর এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: ডেবিউ সিরিজে সমীর ওয়াংখেড়েকে ‘খিল্লি’ আরিয়ানের, SRK-র পরিবারের নামে ২ কোটির মানহানির মামলা
আরও পড়ুন: কৌশিক সেনকে স্বার্থপর বললেন কোয়েল! ভাইফোঁটার ছবি দিয়ে কি বোঝাতে চাইলেন তিনি?
আরও পড়ুন: হয়ে গেল ‘গীতা এলএলবি’র শেষ দিনের শ্যুটিং! 'খুব কষ্ট হচ্ছে…', মন খারাপ ভক্তদের
সূত্র মারফত জানা গিয়েছে, করিনা ‘কুরু ২’-তে আগ্রহ দেখিয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য শোনার জন্য অপেক্ষা করছেন। ছবিটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে পুরো টিম কুরু ফ্র্যাঞ্চাইজি নিয়ে উত্তেজিত।’
আরও পড়ুন: সলমনের ভগ্নিপতিকে পাত্তা দিলেন না ফারহা-করণ! নিন্দে হতেই ফুঁসলেন কোরিওগ্রাফার
আরও পড়ুন: খুদে সুপারস্টার রাহা! আলিয়ার ৩ বছরের মেয়ের জন্য সেটে থাকে আলাদা ভ্যানিটি ভ্যান
আরও পড়ুন: কলকাতার জলমগ্ন পরিস্থিতিতে ছবি পোস্ট করে ট্রোল দেব! ‘বড়লোকদের কোন ব্যাপার না’, কটাক্ষ নেটিজেনদের
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ছবিটিতে বর্তমানে শীর্ষস্থানীয় নায়িকাদের নিয়ে পরিকল্পনা করা হয়েছে। করিনা এই ছবিতে আবারও অভিনয় করবেন। এর বাইরে এখনও কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন: বলিউড সেলেবদের জ্যোতিষীদের ফি কত জানেন? অজয় থেকে দীপিকা, মাধুরীদের ভবিষ্যদ্বাণীও করেছেন
আরও পড়ুন: পুজোর আগেই চমক! 'ভরে উঠুক প্রেম…', সম্পর্কের গুঞ্জনের মাঝেই দেবলীনার সঙ্গে ছবি দিয়ে লিখলেন সৌম্য