বাংলা নিউজ > বায়োস্কোপ > Ira Khan Wedding: তোড়জোড় শুরু ইরা নূপুরের বিয়ের, মেয়ের জন্য কী কী গয়না কিনলেন আমির?
পরবর্তী খবর
Ira Khan Wedding: তোড়জোড় শুরু ইরা নূপুরের বিয়ের, মেয়ের জন্য কী কী গয়না কিনলেন আমির?
1 মিনিটে পড়ুন Updated: 28 Dec 2023, 12:30 PM ISTSubhasmita Kanji
Ira Khan Wedding: আগামী ৩ জানুয়ারি সাত পাকে ঘুরবেন আমির খান কন্যা ইরা খান। তার আগে এখন রীতিমত বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তারই কিছু ঝলক প্রকাশ্যে আনলেন তিনি। এদিকে মেয়ের জন্য হয়না কিনলেন আমির।
শুরু আমির কন্যার বিয়ের তোড়জোড়
আগামী ৩ জানুয়ারি বিয়ে করছেন আমির খান কন্যা ইরা খান। তিনি এদিন তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। ইতিমধ্যেই তাঁদের বাগদান হয়ে গিয়েছে। বয়ের আগে প্রাক বিবাহ অনুষ্ঠানের ছবি পোস্ট করলেন আমির কন্যা। অন্যদিকে মেয়ের জন্য নিজের হাতে গয়না কিনতে দোকানে গেলেন আমির খান। দক্ষিণ মুম্বইয়ের মঞ্জু সচেতির দোকানে গিয়েছিলেন বুধবার রাতে। সেখান থেকেই ইরার জন্য নিজে বেছে বেছে গয়না কিনলেন অভিনেতা। সূত্রের তরফে নিশ্চিত করে জানানো হয়েছে আমির এই দোকানে মেয়ের জন্য গয়না কিনতেই গিয়েছেন। তিনি হামেশা এই দোকান থেকে গয়না কেনেন বলেও জানান তিনি।
ইরা খান এদিন তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানের। তাঁর পোস্ট করা প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে অতিথিরা সকলে মহারাষ্ট্রিয়ান স্টাইলে ডিনার করছেন। সেখানে আমির খানের দ্বিতীয় তথা প্রাক্তন স্ত্রী কিরণ রাওকেও দেখা যাচ্ছে।
আরেকটি ছবিতে ইরা এবং নূপুরকে জুটিতে দেখা যায়। তাঁদের সঙ্গে আছেন অভিনেত্রী মিথিলা পালকর, প্রমুখরা। এই ছবির ক্যাপশনে আমির কন্যা ইরা লেখেন, 'বিয়ের মজা শুরু হয়ে গিয়েছে।' এদিন ইরাকে একটি লাল শাড়ি পরে থাকতে দেখা যায়। তিনি নো মেকআপ লুকে ছিলেন একদম। অন্যদিকে নূপুরের পরনে ছিল লাল কুর্তা এবং ব্রাউন জ্যাকেট। সঙ্গে পরেছিলেন কালো পাজামা।
মিথিলা পালকরও এদিন বন্ধুর বিয়ের একাধিক ছবি পোস্ট করেন। সেটার ক্যাপশনে লেখেন, 'তোদের এবার জলদি জলদি বিয়ে হয়ে যাক।' মিথিলাকে এদিন একটি হলুদ রঙের চুড়িদার পরে থাকতে দেখা যায়।