সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রের অনুষ্ঠানে শোস্টপার হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর। এই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়িকাকে কালো পোশাকে অসাধারণ দেখতে লাগলেও নেটিজেনরা অভিনেত্রীকে দেখে একেবারে খুশি হননি। কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি লম্বা কালো কোট পরে সামনের দিকে হেঁটে আসছেন তিনি। কিছুটা এগিয়েই তিনি দাঁড়িয়ে পরেন ও লম্বা কোটটি খুলে ফেলে দেন। কোটের ভেতরে থাকা কালো বডিকন ড্রেস পরে আবার সামনের দিকে এগিয়ে চলেন অভিনেত্রী। পিছন পিছন ধাওয়া করেন একঝাঁক ছবিশিকারী।
আরও পড়ুন: একদম মানায়নি, 'কেশরি চ্যাপ্টার ২'-তে অনন্যার পরিবর্তে কাকে দেখতে চাইলেন দর্শকরা?
আরও পড়ুন: বড় ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের, কী মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
জাহ্নবীর র্যাম্পে হাঁটার ভিডিয়ো ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী Diet Sabya। পেজে ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন, 'ওহ... AFEW by Rahul Mishra-র জন্য র্যাম্পে হাঁটছেন জাহ্নবী।
নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া
ভিডিয়োটি শেয়ার হতেই নেটিজেনদের একাংশ অভিনেত্রীর হাঁটার স্টাইলের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘ এটা দেখলে পু (Poo) চিৎকার করে বলবে MINUS।’ একজন লিখেছেন, একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘আসল মডেল কোথায়????? ভারতীয় ফ্যাশনে তারকাদের জন্য মডেলরা জায়গা পান না, এটা সত্যি দুঃখজনক।
একজন লিখেছেন, ‘র্যাম্পে শুধুই লাফালাফি করে গেলেন আপনি।’ অন্য একজন মন্তব্য করে লিখেছেন, ‘একদম তাল মিলছে না। মনে হচ্ছে কোনও বাচ্চা মেয়ে হিল পরে হাঁটার চেষ্টা করছেন। আপনাকে দেখে একদম মডেল লাগছে না।’
অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ
অভিনেত্রীকে নিয়ে যে শুধু উপহাস করা হয়েছে তা নয়, অনেকেই জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, 'আমি এতদিন নিষ্প্রাণ মেয়েদের র্যাম্পে হাঁটতে দেখে ক্লান্ত হয়ে পরেছিলাম। অবশেষে একজন নায়িকাকে দেখলাম যিনি স্বতঃস্ফূর্তভাবে র্যাম্পে হেঁটে দেখালেন। অন্য একজন লিখেছেন, আত্মবিশ্বাসী লাগছে। হাঁটার স্টাইল দুর্দান্ত।
জাহ্নবীর আসন্ন ছবি সম্পর্কে
‘পেড্ডি’ নামক সিনেমায় খুব তাড়াতাড়ি কাজ করতে দেখা যাবে জাহ্নবীকে। এই সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন তিনি। বুচি বাবু সানা পরিচালিত এই ছবিতে শিবা রাজ কুমার, দিব্যেন্দু এবং জগপতি বাবুও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ‘পেড্ডি’ ছবিটি পরিচালক সুকুমারের নিজস্ব ব্যানার ‘সুকুমার রাইটিংস’ -এর প্রযোজনায় নির্মিত হয়েছে। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান।
আরও পড়ুন: মা হওয়ার পর সাধ ভক্ষণের ছবি পোস্ট! বিদেশী স্টাইলে ফটোশ্যুট অনিন্দিতা-সুদীপের
আরও পড়ুন: 'সম্পূর্ণ ভিত্তিহীন এবং...', জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন শ্রেয়স
এছাড়াও বরুণ ধাওয়ানের সাথে সানি সংস্কারি কি তুলসী কুমারী ছবিতেও অভিনয় করবেন জাহ্নবী। শশাঙ্ক খৈতান রচিত ও পরিচালিত এই ছবিটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে। ছবিতে সানিয়া মালহোত্রা, রোহিত সারাফ, মানীশ পল এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন যশ জোহর, করণ জোহর, অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খৈতান।