খুব সম্প্রতি একটি কন্যা সন্তানের মা হয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী। তিন মাসের সদ্যজাতকে নিয়ে এখন বেজায় ব্যস্ত এই তারকা জুটি। নতুন মা হওয়ার দায়িত্ব সামলানোর মাঝেই টুক করে সাধভক্ষণের বেশ কিছু ছবি পোস্ট করলেন অনিন্দিতা।
একগুচ্ছ ছবি দিয়ে একটি ভিডিয়ো তৈরি করেন অনিন্দিতা যার ক্যাপশনে তিনি লেখেন, 'সঠিক দিকে যেতে পারলে সুন্দর একটি দ্বীপ আসে...' (বাংলাদেশী গায়কের গাওয়া গানের একটি লাইন)। আমার এবং বিশেষ করে আমার মেয়ের প্রিয় গান এটি। প্রিয় সময়ের প্রিয় গান।
আরও পড়ুন: 'সম্পূর্ণ ভিত্তিহীন এবং...', জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন শ্রেয়স
আরও পড়ুন: বড় ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের, কী মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
যে ছবিগুলি কোলাজের আকারে পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা যাচ্ছে, একটি লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছেন তিনি। সুদীপ পরে রয়েছেন একটি নীল রঙের পাঞ্জাবি এবং নীল রঙের ব্লেজার। হাতে নীল রঙের ঘড়ি। ব্যাকগ্রাউন্ডে চলছে। ব্যাকগ্রাউন্ডে চলছে বাংলাদেশের র্যাপারদের গাওয়া অসাধারণ একটি গান।
কোনও ছবিতে বাড়ির বড়দের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে অনিন্দিতাকে, কোথাও আবার সমবয়সীদের সঙ্গে ছবি তুলেছেন তিনি। গাঁদা ফুলের সাজে সজ্জিত থালায় ছিল পাঁচ রকম ভাজা, পোলাও, মাছ, বিভিন্ন রকম মিষ্টি এবং পায়েস।
তবে সবকিছু সাবেকি সাজে হলেও কিছু ছবিতে দেখা গেল বিদেশি ছোঁয়াও। প্রাশ্চাত্য স্টাইলে হাতে পিঙ্ক এবং ব্লু রঙের পোস্টার নিয়ে ছবি তুলতে দেখা গেছে পরিবারের বিভিন্ন সদস্যদের। তবে সুদীপের যে মেয়ে পছন্দ ছিল আগাগোড়াই, সেটা বোঝা গেল যখন সুদীপ পিঙ্ক রঙের পোস্টার ‘লিটিল লেডি’ হাতে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন।
বিকেলে ছিল কেক কাটার আয়োজন। সেখানেও ছিল বিদেশি ছোঁয়া। গোলাপি এবং নীল রঙের মেলবন্ধনে তৈরি করা হয়েছিল কেক। তবে মেয়ে হোক বা ছেলে, সুস্থ সন্তানই যে একমাত্র কাম্য সেটাও বোঝা গেছে ঘরের ডেকোরেশন দেখে।
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে আদুরে পোস্ট কার্তিকের, তবে কী এবার দক্ষিণের জামাই হবেন তিনি?
আরও পড়ুন: ছুটির আমেজে সামান্থা, ছবি দেখেই প্রশ্নবাণ, ‘কে তুলে দিল?’ চটপট জবাব নায়িকার
তবে শুধু বাড়ির সাধ ভক্ষণ নয়, বন্ধুবান্ধবদের দেওয়া সাধ ভক্ষণের বেশ কিছু ছবিও এই কোলাজে দেখতে পাওয়া গেছে। সব মিলিয়ে একটা সুন্দর বাঙালি পরিপাটি সাধভক্ষণ অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্ত আপনি দেখতে পাবেন এই ভিডিয়োয়।
প্রসঙ্গত, ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি। বিয়ের ৩ বছরের বিবাহ বার্ষিকী সেলিব্রেট করেছিলেন তাঁরা। যদিও তখনও কেউ বিন্দুমাত্র টের পাননি, কিছুদিনের মধ্যেই সুখবর দিতে চলেছেন অনিন্দিতা।