বলিউডের অন্দরে থাকা বডি শেমিং নিয়ে এর আগে মুখ খুলেছেন বহু নায়িকা। এবার তাতে সামিল হলেন হুমা কুরেশি। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর বদলাপুর, এক থি ডায়েন, জলি এলএলবি ২-এর মতো একাধিক হিট সিনেমার নায়িকা হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, এখন যখন ম্যাগাজিনে বডি পজিটিভিটির কভার দেখেন মাঝে মাঝে মনে করেন তাঁকে নিয়ে প্রকাশিত পুরনো প্রতিবেদনের ছবি সামনে আনবেন, দেখাবেন কীভাবে কিছু কিছু প্রতিবেদন ২০-র এক সদ্য সিনেমা জগতে পা রাখা মহিলার আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছিল।
হুমা লেখেন তাঁকে নিয়ে যা লেখা হত, তার মধ্যে রয়েছে- ‘ইসসস, কেমন পোশাক পরেছে দেখো’, ‘হাঁটু দেখো, থাই দেখো’। শরীরের কোনও কোনও অংশ জুম করে তা গোল করে দেখানো। আরও পড়ুন: জিহাদ বিতর্কও বাঁচাতে পারল না ‘৭২ হুঁরে’-কে! রমরমা কার্তিক-কিয়ারার সত্যপ্রেমেরই
হুমা কুরেশি জানান কেরিয়ারের শুরুর দিকে যখন এই কথাগুলো তিনি শুনতেন তখন তাঁর মনে নিজেকে নিয়েই প্রশ্ন উঠত। ‘আমাকে কী সুন্দর দেখতে লাগছে না!’-র মতো কথা বারবার মাথায় আসত। এমনকী নিজেকে বদলানোর চেষ্টাও করেন। কিন্তু পরে বুঝতে পারেন সেটা ঠিক হচ্ছে না। সঙ্গে স্পষ্ট করে দেন, ব্যক্তিগত জীবনে ওজন নিয়ে নিজের কখনও কোনও সমস্যা হয়নি। তবে তিনি যখন অভিনেত্রী হওয়ার কথা ভাবেন, তখন অনেকেই তাঁকে লাইপোসাকশন করার পরামর্শ দিয়েছিলেন। এমনকী স্মৃতিচারণ করে জানান, এক সাংবাদিকও একবার তাঁকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন কারণ ক্যামেরার সামনে একটি নির্দিষ্ট চেহারাতেই আসা উচিত। আরও পড়ুন: সিঁথির সিঁদুর পড়ল নাক ভরে, স্বর্ণেন্দুকে বিয়ে করে টুকটুকে ‘রাঙা বউ’ শ্রুতি