প্রবীণ অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিয়ে ভাঙার খবর বিগত কয়েকমাসে একাধিকবার উঠে এসেছে শিরোনামে। ৩৪ বছরের বিবাহিত জীবনের পর, দুজনে বিচ্ছেদের পথে হাঁটছেন, এমন খবরই আসছে সামনে। তবে হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে যে, ‘যদিও এখন পরিস্থিতি কঠিন মনে হতে পারে, কিন্তু কোনও বিচ্ছেদ হচ্ছে না। লোকেরা পুরোনো বিষয়গুলিকে আবার সামনে আনার চেষ্টা করছে, এমন কিছু হচ্ছে না।’
চারপাশে গুঞ্জন শিরোনামে উঠে এসেছে, ৩৪ বছরের বিবাহের পর দুজনে বিচ্ছেদের পথে যাচ্ছেন বলে খবর প্রকাশের পর থেকে। আমাদের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ‘যদিও এখন পরিস্থিতি কঠিন মনে হতে পারে, কিন্তু কোনও বিচ্ছেদ হচ্ছে না। লোকেরা পুরোনো বিষয়গুলিকে আবার সামনে আনার চেষ্টা করছে, এমন কিছু হচ্ছে না।’ গোবিন্দা এবং সুনীতা উভয়েই এই বিষয়ে মুখ বন্ধ রেখেছেন, এইচটি সিটি গোবিন্দার ম্যানেজার শশীর সঙ্গে যোগাযোগ করেছে, যিনি জানিয়েছেন, ‘প্রতিটি দম্পতির মধ্যেই কিছু মনোমালিন্য থাকে। এগুলি সব পুরোনো কথা, যা এখন মশলা মিশিয়ে নিজেদের স্বার্থে লোকেরা এবং মিডিয়া ব্যবহার করার চেষ্টা করছে।’
এমনকী মুখ খুলেছেন গোবিন্দার মেয়ে টিনা আহুজাও। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কী বলব আমি! এসবই গুজব। অনলাইনে প্রকাশিত এসব খবরে আমি কখনো কান দেই না।’
শুক্রবার মিডিয়া রিপোর্টের মাধ্যমে সামনে আসে যে, সুনীতা ২০২৪ সালের ডিসেম্বর মাসে হিন্দু বিবাহ আইন ১৯৫৫-এর ধারা ১৩ (১) (i), (ia), (ib)-এর অধীনে ব্যভিচার, নির্যাতন এবং পরিত্যাগের (adultery, cruelty and cheating) অভিযোগে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন।
শশীকে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ‘গোবিন্দার মতো মানুষ কারো উপর হাত তুলতে পারে না, চিৎকার করতে পারে না, তাহলে এই নির্যাতনের মতো দাবি কোথা থেকে আসছে? আমি তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং সে এমন মানুষ নয়, যেমন ছবি তাঁর এখন তৈরি করা হচ্ছে। এগুলি সব পুরোনো ঘটনা, যার উপর দুজনে মিলে এখন কাজ করছে।’
গোবিন্দার ব্যক্তিগত জীবনকে অন্যায়ভাবে বড় করা হচ্ছে বলে জোর দিয়ে শশী বলেন: ‘হ্যাঁ, গোবিন্দা আদালতে উপস্থিত হয়নি কিন্তু সুনীতাও আদালতে যাননি, একবার ছাড়া, যখন তিনি মামলা দায়ের করতে গিয়েছিলেন। কোন দম্পতিতে সমস্যা হয় না? সুনীতা গোবিন্দাকে খুব ভালোবাসে এবং দুজনে একসঙ্গে আছেন। কোন বিচ্ছেদ হবে না। তারা এই নেতিবাচকতার পরিবর্তে তাদের সন্তানদের (টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা) কর্মজীবন-বিয়ের উপর মনোযোগ দিচ্ছেন।’
শেষে তিনি বলেন, ‘এই বড় বড় ধারা লাগিয়ে, ছোট্ট কথাকে এত বড় করে দেখিয়ে আপনি শুধুমাত্র একটি সম্পর্ক নষ্ট করছেন। ভিউয়ের চক্করে আপনি কারও জীবন নষ্ট করবেন? কখনও কেউ এত বছরে গোবিন্দাকে সুনীতার সম্পর্কে কিছু খারাপ বলতে দেখেছে, এমনকী যখন সুনীতা কিছু সাক্ষাৎকারে গোবিন্দার বিরুদ্ধে কিছু কথা বলেছেন! এখন গণেশ চতুর্থী আসছে, আপনারা সবাই একসঙ্গে দুজনের দেখা পাবেন, আপনি আসবেন বাড়িতে।’