ধর্ষণের দৃশ্যকে পর্দায় ফুটিয়ে তোলা বরবরই চ্যালেঞ্জিং। আজকাল বলিউডে ইন্টিমেসি কো-অর্ডিনেটররা থাকেন। কিন্তু নব্বইয়ের দশকে সে-সবের চল ছিল না। প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেব প্রেম গ্রন্থ ছবিতে ধর্ষণের দৃশ্য সম্পর্কে সম্প্রতি নিজের ভাবনা তুলে ধরেছেন। সেই দৃশ্যে ধকধক গার্ল মাধুরীকে পর্দায় ধর্ষণের শিকার হতে হয়েছিল। হিন্দি রাশের সঙ্গে কথা বলার সময়, গোবিন্দ ভাগ করে নিয়েছেন যে ওই দৃশ্যের জন্য মাধুরী তাঁকে যে সহযোগিতা করেছিলেন তা ভোলবার নয়, সেই ঘটনার পর তিনি নিজে মাধুরীর ফ্যান হয়ে যান।
অভিনেতা ওই দৃশ্যের চিত্রায়ণে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে ভয় পেয়েছিলেন, তবে মাধুরী তাঁকে আশ্বস্ত করেন। আরও পড়ুন-বেবি বাম্প আগলে নাচ, শ্যুটিংয়ে মজে ৮ মাসের অন্তঃসত্ত্বা অনিন্দিতা! তেঁতুলপাতা থেকে কবে ছুটি নেবেন হবু মা?
প্রেম গ্রন্থের সেই বিতর্কিত দৃশ্য
অভিনেতার কাছে জানতে চাওয়া হয়, প্রেম গ্রন্থ ছবির ওই দৃশ্যের আগে তিনি বা মাধুরী নার্ভাস ছিলেন কিনা এবং কীভাবে তাঁরা সেই দৃশ্য ফুটিয়ে তোলেন। উত্তরে তিনি বলেন, 'এ ব্যাপারে আমি মাধুরীর ভক্ত হয়ে গেছি। নার্ভাস কোনও নতুন অভিনেতা যদি কোনও ওঁনার মতো স্টার অভিনেত্রীর কাছ থেকে এমন সহযোগিতা পান, তবে তারা তাদের ১০০ শতাংশ দিতে পারেন। সাধারণত এমনটা হয় না। একজন অভিনেত্রী তাঁর নিজস্ব আভায় থাকেন। তবে শুরু থেকেই মাধুরী অনেক সহযোগিতা করেছেন।
তাঁর আচরণ আমার কাজটা সহজ করে তুলেছিল। আমরা প্রায় শেষের দিকে দৃশ্যটি শুট করেছি ... আমি হাত জোড় করে বলতাম, 'আমি এটা করতে যাচ্ছি'। তিনি বলতেন, 'হ্যাঁ, ঠিক আছে'। তিনি খুব ফ্রি বানিয়েছেন। দৃশ্যটির মেজাজ ছিল, যে আমিও ভয় পাচ্ছিলাম যে এক নম্বর নায়িকার সঙ্গে যেন কোনও অপ্রীতিকর কিছু বা অন্যায় না হয়। যা আমাদের মধ্যে পরিস্থিতি খারাপ করে দিতে পারে'।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'প্রেম গ্রন্থ' ছবিটি পরিচালনা করেছিলেন রাজীব কাপুর। টমাস হার্ডির ইংরেজি উপন্যাস টেস অফ দ্য ডি'আরবারভিলস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত। ছবিটি মুক্তির সময় যৌন নিপীড়নের এই দৃশ্যটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয়টিকে পর্দায় ফুটিয়ে তোলার প্রশংসা অর্জন করেছিলেনঅনেক সমালোচক, তবে এটি দৃশ্যটিতে খানিক সংবেদনশীলতার অভাব ছিল, বলে মত অনেকের।