সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি রিল। রিলটি তৈরি করা হয়েছে আসন্ন প্রজেক্ট লাভলি লোল্লার জন্য। এই রিল ভাইরাল হওয়ার পরেই জানা গেছে অভিনেতা তথা প্রযোজক দম্পতি রবি দুবে এবং সরগুন মেহতার আসন্ন শো লাভলি লোল্লায় অভিনয় করবেন ঈশা মালভিয়া।
এই ওয়েব শোয়ে ঈশার পাশাপাশি অভিনয় করবেন অন্যতম অভিনেত্রী গওহর খান। মা মেয়ের ভূমিকায় অভিনয় করবেন এই ঈশা-গওহরকে। তবে গল্পের বিবরণ এখনও জানা যায়নি। তবে এইটুকু জানা গিয়েছে, এই দুই নায়িকার চরিত্রের নামের ওপর ভিত্তি করেই শোয়ের নামকরণ হয়েছে।
আরও পড়ুন: ‘বিবাহিত’ কাঞ্চনের প্রেমে পড়েছিলেন নাবালিকা শ্রীময়ী! আর কোন পুরুষকে ভালো লাগে বিধায়ক-ঘরণীর?
আরও পড়ুন: প্রেমে ধোকা খেয়ে ১৪ বছরেই যৌনমিলন! কৈশোরেই কৌমার্য হারানোর কথা ফাঁস গ্র্যামি জয়ী গায়িকার
যে রিলটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন ঈশা এবং গওহর। ক্যাপশনে লেখা রয়েছে, আসতে চলেছে লাভলি লোল্লা, সকলের মন জয় করার জন্য। আপনি প্রস্তুত তো একটি পাগলামো দেখার জন্য?
একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ঈশা মালভিয়া লাভলির ভূমিকায় অভিনয় করবেন এবং গওহর অভিনয় করবেন লোল্লার ভূমিকায়। মা এবং মেয়ের ভালোবাসা এবং বন্ধনের ওপর ভিত্তি করেই গোটা গল্পটি রচনা করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ায় বন্ধুদের সঙ্গে ডিনার থেকে সৈকতে সাইকেল চড়ে ঘুরে বেড়ানো, আর কী কী করলেন Birthday Boy কার্তিক?
আরও পড়ুন: আলিয়াকে পটিয়েছেন ঠাকুর্দার এই গান শুনিয়ে, এখন মেয়েকে শোনান রণবীর! জানেন কোন গান
প্রসঙ্গত, বর্তমানে গওহর খান ‘ফৌজি টু’ নামের একটি শোয়ে কাজ করছেন। আগামী দিনে ঈশার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গওহরকে। ঈশার মায়ের চরিত্রে গওহরকে দেখে যে দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ হবেন সেই বিষয়ে আশাবাদী অভিনেত্রী।