
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দাদার মঞ্চে এসে কিনা তাঁরই সামনে ‘দাদাগিরি’! এত্ত সাহস! এমনই কাণ্ড ঘটিয়েছেন ‘কুইজমাস্টার’ অনল ও সৌভিক। হ্য়াঁ ঠিকই শুনছেন। দাদাগিরির মঞ্চে সৌরভের সামনে তারই অনুকরণে সঞ্চালনা করে দেখালেন এই দুই ‘কুইজ মাস্টার’।
ঠিক কী করেছেন তাঁরা?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে অনল-সৌভিকের ওই এপিসোডের প্রোমো সামনে আনা হয়েছে। সেই প্রোমোতে সৌরভকে তাঁদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘দাদাগিরির মতো শো হোস্ট করে তারা’। এর পরই অনল-সৌভিককে বলতে শোনা যায়, ‘নমস্কার শুভ সন্ধ্যা। শুরু করতে চলছি আজকের অনুষ্ঠান ছোটখাটো দাদাগিরি।’ তাঁদের মুখে 'ছোটখাটো দাদাগিরি' কথাটা শুনে হেসে ফেলেন সৌরভ। অনল-সৌভিকরা জানায়, ‘দাদাগিরি গ্রাম বাংলায় প্রচুর মানুষ দেখেন, এত চাহিদা, তবে শুধুমাত্র আপনার জন্য।’ এরপর ‘ওহ’ বলে আরও একবার হাসতে দেখা যায় 'দাদা' সৌরভকে। তবে অনল-সৌভিকের কথায় বোঝা যায় গ্রামেগঞ্জে ‘দাদাগিরি’র জনপ্রিয়তার কথা।
কখনও সেলেব, কখনও আবার আম-আদমি, নানান প্রতিযোগী বিভিন্ন সময় এসে 'দাদা' সৌরভের সঙ্গে গল্প করে যান। উঠে আসে নানান মজাদার গল্প। আবার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কেও স্ত্রী ডোনা, মেয়ে সানাকে নিয়ে গল্প করতে শোনা যায়।
সম্প্রতি ‘দাদাগিরি’-র মঞ্চে এসে সৌরভকে তাঁর মেয়ে সানাকে নিয়ে প্রশ্ন করে বসেন অভিনেত্রী পায়েল সরকার। পায়েলের দাবি ছিল, মা-বাবার জন্যই তিনি নাকি এখনও সিঙ্গেল! মেয়েকে প্রেম করার অনুমতিই দেন না তাঁরা। এরপর পায়েলই আবার সৌরভের কাছে প্রশ্ন রেখেছিলেন, ‘ধরো সানা এসে বলল, আমি এই ছেলেটাকে ভালোবাসি, তোমার দুনিয়া একেবারে উপর-নীচ হয়ে যাবে নিশ্চয়ই?’ আর তার উত্তরে দাদা সৌরভের জবাব ছিল, ‘একদমই না। অনেক প্রশ্ন করব ঠিকই। দুনিয়া উপর-নীচ হবে না।’
স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নানা মজার মজার মন্তব্য করে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায় দাদাগিরিতে। একই পর্বে অভিনেতা ইন্দ্রনীল সৌরভকে প্রশ্ন করেছিলেন, যে তিনি স্ত্রী ডোনাকে ভয় পান কিনা? উত্তরে সৌরভে সাফ জবাব ছিল, ‘আমি কোথাও কোনও ভয় পাই না’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports