আবারও ফিল্ম ইন্ডাস্ট্রিতে হল নক্ষত্রপতন। প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেতা ফিশ ভেঙ্কট। মাত্র ৫৩ বছরেই থেমে গেল জীবনযাত্রা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষে শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা,সেই পরামর্শ মেনেই কিডনি দাতা সন্ধান করছিলেন পরিবারের সকলে। কিন্তু সময় মতো কিডনি না পাওয়ার কারণে শেষ অবধি বাঁচানো গেল না অভিনেতাকে।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
এই মাসের শুরুতেই ওয়ান ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেতার মেয়ে শ্রাবন্তী বলেছিলেন, ‘আমার বাবার অবস্থা মোটেও ভালো নয়। খুবই গুরুতর। উনি এখন আইসিইউতে রয়েছেন। কমপক্ষে ৫০ লক্ষ টাকা খরচ হবে। তবে প্রভাসের সহকারি আমাদের জানিয়েছেন তিনি আর্থিক সহায়তা করতে রাজি।’
এই সাক্ষাৎকার কিছু সময় পরেই অভিনেতার পরিবারের তরফ থেকে জানানো হয়, যে ফোন তাদের কাছে এসেছিল আর্থিক সহায়তার দাবি করে সেটি সম্পূর্ণ ভুয়ো। কোনও অজ্ঞাত ব্যক্তি প্রভাসের সহকারী সেজে ফোন করেছিলেন তাদের। দক্ষিণী অভিনেতা প্রভাস এই ব্যাপারে কিছুই জানতেন না। তবে টাকা যোগাড় হয়ে গেলেও সময় মতো কিডনি না পাওয়ায় ভেঙ্কটকে বাঁচানো সম্ভব হল না।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
অভিনেতা প্রসঙ্গে
ফিশ ভেঙ্কটের আসল নাম মঙ্গলপল্লী ভেঙ্কটেশ। তিনি তেলেঙ্গানা ভাষায় কথা বলতেন বলে তাঁকে এই নামে ডাকা হতো। গব্বর সিং, হিপ্পি, সুপারস্টার কিডন্যাপ সহ বহু ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।