বাংলা নিউজ > বায়োস্কোপ > Aratrika-Exclusive-SaReGaMaPa: ‘আমায় এক কোণে করার প্রবণতা…’, খুদে কমরেড ট্যাগ থেকে সারেগামাপা-র সফর, অকপট আরাত্রিকা
পরবর্তী খবর

Aratrika-Exclusive-SaReGaMaPa: ‘আমায় এক কোণে করার প্রবণতা…’, খুদে কমরেড ট্যাগ থেকে সারেগামাপা-র সফর, অকপট আরাত্রিকা

সারেগামাপা-র সফর নিয়ে অকপট আড্ডায় আরাত্রিকা।

সারেগামাপা-র বিজেতা হিসেবে আরাত্রিকা সিনহা-র নাম না থাকায়, বিরক্ত অনেক দর্শক। আরাত্রিকার মনে কতট প্রভাব ফেলেছে তা? কেমন ছিল তাঁর সারেগামাপা-র সফর? খুদে কমরেড ট্যাগ কোথাও গিয়ে কী নেতিবাচকতা বহন করে আনছে? খোঁজ নিল হিন্দুস্তান টাইমস বাংলা। 

জি বাংলা সারেগামাপা ২০২৪-এ প্রথম তিনে থাকতে না পারলেও, দর্শক মনে জায়গা করে নিয়েছেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। তাঁর কণ্ঠে গণসংগীত শুনে, মুগ্ধ আট থেকে আশি। ট্রফি জিততে না পারলেও, কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তাঁকে। সারেগামাপা-র সফর, ছোটবেলা থেকে গানের সঙ্গেই বেড়ে ওঠা, ‘খুদে কমরেড’ ট্যাগ, আগামীর পরিকল্পনা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে আড্ডায় আরাত্রিকা।

 

কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। কিন্তু, সারেগামাপা-র ট্রফি হাতছাড়া হওয়ার জন্য আফশোস হয়েছে?

(অনেকটা হাসি-র পর) ধন্যবাদ। (তারপর একটু থেমে) হ্যাঁ একটু তো মন খারাপ হয়েছে। তবে সত্যি বলতে, আমাদের এবারের সিজনে যে ব্যাচটা ছিল, সেটা এত ভালো ছিল যে, সবাই বলত তোরা তো কেউই হিংসে করিস না একে-অপরকে। বলিস না কখনো, না ও না, আমাকে উইনার হতে হবে! তাই দেয়াশিনীদির নাম যখন নিল, আমি কিছু হতে পারিনি, সেটার আগে মনে হয়েছিল, আরে বাপ রে দেয়াশিনীদি জিতে গেছে। খারাপ লাগা তো ছিলই, তবে ভালো লেগেছিল যে, দেয়াশিনীদি আমার রুমমেট ছিল, ও জিতে গিয়েছে। সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি।

দেয়াশিনী তোমার রুমমেট ছিল সারেগামাপাতে? কতটা সাহায্য পেয়েছিলে একে-অপরের?

আসলে আমি, দেয়াশিনীদি আর ময়ূরীদি সিজনের শুরু থেকে রুমমেট ছিলাম। আর আমরা যা করতাম, সব একসঙ্গে। আমরা সবসময় বলতাম, তিনজন একসঙ্গে ফাইনালে পৌঁছব। এরকম অনেক গান আছে, যেগুলো আমার ঘরানার নয়, তখন ওরা দুজনে খুব সাহায্য করেছে। সব জায়গায় তো আসলে গ্রুমারস, স্যার-ম্যামদের লজিকাল কথাগুলো কাজে দেয় না, ওরা আমাকে যেভাবে বুঝিয়ে দিত, আমার ফট করে হয়ে যেত। আমিও দেয়াশিনীদি, ময়ূরীদিকে আমার মতো করে সাহায্য করার চেষ্টা করেছি।

সারেগামাপা-র সফর শেষ হওয়ার পর, বাড়ির সবার কী প্রতিক্রিয়া?

সবাই ভীষণ গর্বিত আমাকে নিয়ে। সবার একটাই কথা, তুই যে এতদূর আসতে পেরেছিস, সেটাই বড় ব্যাপার আমাদের কাছে। তুই যদি চ্যাম্পিয়ন হতি, আমরা তোকে নিয়ে এভাবেই আনন্দ করতাম, এভাবেই গর্বিত হতাম। এখনও সেই জিনিসটাই কাজ করছে।

জাভেদ-জোজোর টিমে থাকা, তাঁদের থেকে পাওয়া গাইডেন্স নিয়ে কী বলবে?

জোজো ম্যাম শুধু আমাদের টিম লিডার নন, উনি আমাদের সন্তানের মতো আগলে রাখতেন। একটা মা যেভাবে বাচ্চাকে বোঝায়, পারফরমেন্সের আগে, পারফরমেন্সের পরে উনি সেভাবেই বোঝাতেম। গান ভালো হলে প্রশংসা করতেন, বাজে হলে বকাও দিতেন। আর জাভেদ স্যার ছিলেন আমাদের চিয়ার লিডার। কিছু খারাপ হলেও বলতেন, 'হো যায়েগা। আপ কর লোগে'। আমি সত্যিই ধন্য ওঁদের দুজনকে আমার টিম লিডার হিসেবে পেয়ে।

কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ডের গুরুত্ব তোমার কাছে ঠিক কতটা?

এই অ্যাওয়ার্ডটা নিয়ে আমি সেরকম কিছুই জানতম না। বিষয়টা কী, কেন দেওয়া হল আমাকে। তারপর বড়দের কাছ থেকে জানতে পারতাম। কালিকাপ্রসাদ তো মাটির মানুষ ছিলেন, উনি যেই গানগুলো গাইতেন, যা সাধারণ মানুষ বুঝত। তাঁদের খুব ভালো লাগত। এবং সঙ্গে কালিকাপ্রসাদ আমার খুব প্রিয় একজন। উনি যখন সারেগামাপা-তে ছিলেন, তখন আমি খুব মনযোগ দিয়ে ওঁর কাজটা দেখতাম। তাই ওঁর নামটা শুনেই মনটা ভালো হয়ে গিয়েছিল তখন। তারপর বাড়িতে এসে এই অ্যাওয়ার্ডের আসল মর্মার্থ বুঝলাম। কত বড় সম্মান এটা। তারপর ওটা নিয়ে আলাদা ভালো লাগা তৈরি হল আমার মনে। আমি খুব খুশি হই, যখন কেউ আমাকে বলে, তুই তো ‘কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড’ পেয়েছিস। গর্ব হয় সেট শুনে।

বাবা ও দাদুর সঙ্গে আরাত্রিকা।
বাবা ও দাদুর সঙ্গে আরাত্রিকা।

তোমাকে নিয়ে যেমন প্রশংসা ছিল, তেমন কিছু মানুষ কটাক্ষও করেছে। বলেছে তুমি একই ধরনের গান গাও… এগুলো দেখে মনখারাপ হত?

সেভাবে প্রভাব ফেলেনি। যখন এইসব ট্রোলিং হত, প্রোডাকশনের সবাই দেখতে পেত। ওরা আমাকে বলত, এসব গায়ে না মাখতে। বোঝাত। হালকা হালকা খারাপ লাগত ঠিকই। তবে এটা তো ফ্যাক্ট, তোমাকে মানুষ চিনছে বলেই, তোমার পজিটিভিটিটা আসছে, তোমার নেগেটিভিটাও আসছে। তার মানে তোমাকে মানুষ জানছে। সেদিক থেকে ভাবলে মনে হত, খারপ-ভালো তো থাকবেই। আমি কোনটাকে গ্রহণ করব, সেটা আমার উপরে। তাই ওসব নিয়ে বেশি মাথা ঘামাইনি।

‘খুদে কমরেড’-ট্যাগ মানেই রাজনীতির সঙ্গে নাম জড়িয়ে পড়া। কখনো মনে হয়েছে এটা পরবর্তীকালে তোমার জন্য নেতিবাচক হতে পারে?

এই ট্যাগটা আমার আগে খুব ভালো লাগত। মনে হত, বাহ আমাকে ‘খুদে কমরেড’ বলছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপারটা একটু নেগেটিভ দিকে যাচ্ছে অবশ্যই। এক কোণে করে দেওয়ার একটা বিশাল বড় প্রবণতা তৈরি হচ্ছে। এই ‘খুদে কমরেড’ ট্যাগ লাইনটা ব্যবহার করে করে। আমাকে মানুষ এতদিন ধরে যেভাবে চিনেছে, সেটাই ফুটে উঠছে অবশ্যই. কিন্তু এখন আমার যেটা চিন্তা সেটা হল, আমি তো শিল্পী। এটাই আমার প্রথম ও শেষ পরিচয়। মানুষ কীভাবে আমাকে রিপ্রেজেন্ট করছে, সেটা মানুষের উপরে। আমাকে যতবার এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমি এটাই উত্তর দেব যে, আমি শিল্পী। আমি মানুষের জন্য গান গাই।

সারেগামাপা-য় তোমার দাদুর অনেক গল্প শুনেছি আমরা। তোমার জীবনে ওঁর প্রভাব কতটা?

আমার বাড়িতেই আসলে বরাবরই একটা সাংস্কৃতিক পরিবেশ। আমার বাবা, দাদু, পিসি, পিসিঠাম্মা সবাই আবৃত্তির সঙ্গে যুক্ত। আমার দিদি নাচ শিখত। দিদির একটা নাচের গান শুনে, আমি গুন গুন করা শুরু করি খুব ছোট বয়সে। এমনকী, আমার ডাক নাম গুনগুনও হয়েছে আমি সারাক্ষণ ওরকম গুন গুন করে গান গাইতাম বলে। একটু বড় হলে মা-বাবার ইচ্ছে হল, আমিকে গানে ভর্তি করার। বাঁকুড়াতে শিখেছি, বিষ্ণুপুরে শিখেছি। তারপর আমি কলকাতায় পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে শ্রুতিনন্দনে গান শিখতাম।

আমি যেরকম গান নিয়ে জি বংলা সারেগামাপাতে গিয়েছিলাম, এই যে গণসংগীত, সেটার অনুপ্রেরণা আমার দাদু। আমার দাদু ছোটবেলা থেকেই কোনো গণসংগীত এলে আমাকে দিত, বলত ‘এটা তোল, তোর গলায় ভালো লাগবে’। বড় হয়ে, সেই গানগুলোর মানে বুঝতে পেরেছি। তারপর গানগুলোর প্রতি ভালোবাসা তৈরি হয়। আর সেই ভালোবাসা থেকেই, এত বড় একটা চ্যালেঞ্জ নেওয়া> এত বড় মঞ্চে, এত মানুষের সামনে গণসংগীতকে তুলে ধরা।

এরপর কীভাবে গান নিয়ে এগনোর ইচ্ছে রয়েছে?

আপাতত পড়াশোনাটাও করতে হবে। তবে হ্যাঁ, আমার কাছে সবার আগে প্রায়োরিটি পায় আমার গান। তারপর আসে পড়াশোনা। তাও নূন্যতম যেটুকু করতে হয়, সেটা করবই। অবশ্যই, প্লেব্যাক করার ইচ্ছে রয়েছে। আমি একজন ভালো শিল্পী হতে চাই। সঠিক গান গাইতে চাই। সঙ্গে মানুষের জন্য যেরকম গান গেয়ে এসেছি। সেটাও গাইব। গান নিয়ে অনেক দূর এগিয়ে যাব, আপাতত এটাই আমার স্বপ্ন।

সামনেই তো মাধ্যমিক পরীক্ষা?

হ্যাঁ পরের বছর। ফাইনলের পর বাড়ি এসে, আমি তো গভীর চিন্তায় চলে যাচ্ছিলাম এবারে কীভাবে সামাল দেব। একটা বিশাল বড় ডিস্ট্র্যাকশন হয়ে গিয়েছিল। আবার সেই রুটিনে ফিরে আসা। এই স্কুল যাওয়া, টিউশন যাওয়া। পুরনো অভ্যেস আয়ত্তে আনতে কিছুটা তো সময় লাগছে। তবে আসতে আসতে মানিয়ে নিতে হচ্ছে। তবে অবশ্যই, গানের রেওয়াজ আমি করছি। করবও। আর আমার বাড়িতে অন্তত কখনো এরকম হবে না যে, সবাই বলবে ‘তোর তো মাধ্যমিক আসছে, রেওয়াজ একটু ছাড়। পড়াশোনায় মন দে’। এসব কখনো ওঁরা বলবে না। আমার মাথাতেও আসবে না। গান আর পড়শোনা, দুটোই সমানতালে সামলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

গান ছাড়া আর কী ভালো লাগে? অবসর সময় কাটাও কীভাবে?

গান ছাড়া আমি আবৃত্তি করি। এছাড়া মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ভালো লাগে। ইনস্ট্রুমেন্ট বলতে, আমার গিটার আছে। বেশ অনেকটা সময় আমি সেই গিটার বাজিয়ে গান গাই।

 

Latest News

ভুল করে লেবু-লঙ্কারর উপর পা দিয়েছেন? বাড়ি ফিরেই করুন এই কাজ, নাহলে… নজর EDর! প্রাথমিক মামলায় আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথের, এরপর? তাজমহলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে যমুনার জল, পাঞ্জাবে ভেসে গেল ৫০ কিমি বর্ডার 'সারাজীবন ভালোবেসে আগলে রাখব...', রুবেলের জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন শ্বেতা? পিতৃপক্ষে পিতৃ কৃপা পেতে লাগান এই তিনটি গাছ, পিতৃপুরুষের আশীর্বাদে মিটবে সমস্যা তেহট্টে খুন ৯ বছরের শিশু, পুকুরে মিলল দেহ, উত্তেজিত জনতার মারে‌ মৃত্যু ২ পড়শির স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র, ১৫ সেপ্টেম্বর থেকে ভাগ্য খুলবে এই তিন রাশির খলিস্তানি উগ্রপন্থায় টাকা ঢেলেছে এই দেশটি? কানাডার বিস্ফোরক রিপোর্ট পুজোয় ভিআইপি রোডের যানজট কমাতে নতুন ব্রিজ! কোথায়? কবে থেকে চালু? রাজ্যে ফের SSC পরীক্ষা! কেমন নিরাপত্তা সব সেন্টারে? OMR নিয়ে কী কী নিয়ম

Latest entertainment News in Bangla

'সারাজীবন ভালোবেসে আগলে রাখব...', রুবেলের জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন শ্বেতা? সন্তানকে নিয়ে একা লড়াই রনিতার, পাশে থাকবে বিশ্বজিৎ, আসছে ‘ও মন দরদিয়া’ ‘দয়া করে গুজবে কান দেবেন না…’, কপিল শর্মা শো বিতর্কে অবশেষে মুখ খুললেন কিকু 'আশা-লতাজি হিংসে করতেন বাবাকে...',, বিস্ফোরক মন্তব্য রফি পুত্রের ‘রঘু ডাকাত’ মুক্তির আগেই কলকাতা পুলিশের শরণাপন্ন দেব, সারলেন গোপন বৈঠক, কেন? নতুন কাকুর থেকে ক্ষমা প্রার্থনা মিঠির, 'পুরো পাল্টিবাজ...', মন্তব্য দর্শকদের নতুন সাজে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’, অনুষ্ঠানে এসেই অপারেশনের দায়িত্ব নিলেন কোয়েল 'আজ খুবই বিশেষ দিন...', বন্ধু বিনোদকে জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন শান্তনু এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রনজয়-দেবাদৃতা-মানালি, কোথায় দেখা যাবে তাঁদের? বউ আর প্রেমিকা নিয়ে কপিলের কমেডি শো দেখতে এলেন দর্শক! টিপস চাইলেন সঞ্জয় দত্ত

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.