
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যোমকেশ ও দুর্গ রহস্যের ট্রেলারে মুগ্ধ দেব ভক্তরা। এর মাঝেই নতুন ধামাকা। ফের সুখবর প্রযোজক দেবের ক্যাম্প থেকে। বড়পর্দায় এবার ‘মহাভারত’-এর কাহিনি নিয়ে আসছেন টলিউড সুপারস্টার। জল্পনা শোনা গিয়েছিল আগেই, আর এবার সিলমোহর পড়ল খবরে। ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’-এর পর পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের ‘দ্রৌপদী’ হচ্ছেন রুক্মিণী মিত্র।
দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ম্যাগনাম ওপাস। এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে জনপ্রিয় লেখক প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ (Yajnaseni) অবলম্বনে। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে ‘মহাভারত’-এর কাহিনি এই উপন্যাসে কলমবন্দি করেছেন লেখক। এবার তা সেলুলয়েডের পর্দায় তুলে ধরবেন রামকমল। ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’-এ রাম কমলের কাজ দেখে মুগ্ধ হয়েছেন দেব। এখনও দর্শকের সেই ছবি দেখবার সৌভাগ্য হয়নি, তবে প্রযোজক আগেভাগেই ঠিক করে ফেলেছিলেন ফের একসঙ্গে কাজ করবেন তাঁরা।
দেবের কথায়, ‘বিনোদিনীতে রাম কমলের কাজ দেখেই আমি উপলব্ধি করেছিলাম ওর ভিস্য়ুয়াল রিপ্রেসেনটেশন স্কিল কতখানি। যখন ও দ্রৌপদীর কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরবার কথা জানায়, আমি নিশ্চিত ছিলাম ও এই বিষয়কে যথার্থভাবে তুলে ধরবে পারবে। আর বিনোদিনী হিসাবে রুক্মিণীর পারফরম্যান্সের বহরও দেখেছি, তাই আমি জানি কেন রাম ওকেই দ্রৌপদীর চরিত্রে কাস্ট করতে চেয়েছে। সবার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে’।
দ্রৌপদীর ফার্স্ট লুক পোস্টার
দেব-প্রিয়া রুক্মিণী কী বলছেন? নায়িকা জানালেন-'রাম কমলের সঙ্গে ফের কাজ করতে পারব ভেবেই ভালো লাগছে। পর্দায় যে চরিত্রে ফুটিয়ে তোলা ভীষণ চ্যালেঞ্জিং সেই চরিত্রে নিজেকে সাবলীল করে তুলতে ও আমাকে খুব সাহায্য করেছে। বন্ধুর সঙ্গে কাজ করার কিছু ফায়দা তো থাকেই, তাই না?' সঙ্গে রুক্মিণীর সংযোজন, ‘মহাভারত এমন একটা বিষয় যা প্রত্যেক ভারতীয় মনের খুব কাছের। বিনোদিনীর পর এটা আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না’।
ছবির ফার্স্ট লুক পোস্টারে দেখা মিলল রাজ সিংহাসন, তার দু'পাশে জ্বলন্ত মশাল, উপরে সিংহ এবং তারও উপরে তীর-ধনুক। সামনে জ্বলছে যজ্ঞের আগুন। একতা ভট্টাচার্য ছবির পোস্টার ডিজাইন করেছেন। এই মুহূর্তে ‘বিনোদিনী’র পোস্ট প্রোডাকশন সামলানোর পাশাপাশি ‘দ্রৌপদী’র চিত্রনাট্যের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছেন রাম কমল।
ফের একসঙ্গে দেব-রুক্মিণী-রামকমল
পরিচালকের কথায়, ‘আমি প্রতিভাজির কাছে কৃতজ্ঞ আমাকে তাঁর উপন্যাসের সত্ত্ব দেওয়ায়, পাশাপাশি রুক্মিণীর সঙ্গে আরও একবার কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত। আমার তো মনে পড়ছে না শেষ কবে বাংলা ছবির পর্দায় মহাকাব্য় উঠে এসেছে। দেব আর প্রতীক (প্রমোদ ফিল্মসের কর্ণধার) আমার উপর আস্থা রেখেছে, এটা বড় পাওনা’।
এখনও চূড়ান্ত হয়নি ছবির বাকি কাস্ট। পঞ্চ পাণ্ডবের ভূমিকায় কারা থাকবেন? বিশেষত অর্জুনের ভূমিকায় কাকে দেখবে দর্শক? তা নিয়ে উৎসাহ তুঙ্গে। ‘বিনোদিনী একটি নটীর উপখ্যান’-এ শুধুই প্রযোজকের ভূমিকায় রয়েছেন দেব। এবার কি অভিনয়েও দেখা মিলবে তাঁর? সেই নিয়ে এখনই কোনও সদুত্তোর মেলেনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports