বাংলা নিউজ > বায়োস্কোপ > Exclusive Gaurab: ‘রোজগার যদি ২টাকা হয়…’ অকপটে স্বীকার করে নিলেন ‘পুবের ময়না’র গৌরব রায় চৌধুরী
পরবর্তী খবর

Exclusive Gaurab: ‘রোজগার যদি ২টাকা হয়…’ অকপটে স্বীকার করে নিলেন ‘পুবের ময়না’র গৌরব রায় চৌধুরী

গৌরব রায় চৌধুরী

'তিনমাস ধরে শুধুই সবজি সিদ্ধ খেয়ে কাটাচ্ছি। তাও আবার নুন, চিনি ছাড়া। আসলে এই চরিত্রে আমাকে যাতে একটু অন্যরকম লাগে, তাই ওজন কমাচ্ছি।'

ছোটপর্দার বেশ পরিচিত ও জনপ্রিয় মুখ তিনি। বহু ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে তিনি মন কেড়েছেন। শেষবার তাঁকে আপনারা দেখেছেন 'রাঙা বউ' সিরিয়ালে। আর এবার জি বাংলার ‘পুবের ময়না’ ধারাবাহিকের হাত ধরে আরও একবার দর্শক দরবারে হাজির হয়েছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। এবার তিনি ‘রোদ্দুর’।

তবে এবার আগের চরিত্রগুলির থেকে অনেকটাই বদলে অন্য ধাঁচের একটা চরিত্রে তাঁকে দেখবেন দর্শকরা। এমনটাই দাবি খোদ গৌরবের। নিজের নতুন ধারাবাহিক 'পুবের ময়না' সহ আরও নানান টুকিটাকি বিষয় নিয়ে Hindustan Times Bangla-র সঙ্গে খোলামেলা কথা বললেন গৌরব রায় চৌধুরী।

‘পুবের ময়না’, আরও একটা নতুন সিরিয়াল, এখানে দর্শক নতুন কী পাবেন?

গৌরব: এই গল্পটা আসলে দুই বাংলাকে মিলিয়ে দেবে। দুই বাংলার দুই ভিন্ন ধরনের মানুষ কীভাবে একছাদের তলায় থাকবেন, তাঁদের জীবন কীভাবে এগোবে, দুটি ভিন্ন মানুষের ভাবনা চিন্তা, দুটো পরিবারকে এক সুতোয় কীভাবে লীনাদি (লীনা গঙ্গোপাধ্যায়) গেঁথেছেন, সেটাই এখানে আসল বিষয়। এই ধারাবাহিকের পরতে পরতে চমক রয়েছে।

আর এই সিরিয়ালের সবথেকে বড় বিষয় হল 'ইমোশন' (আবেগ)। এই বাংলার অনেকেই আছেন, যাঁদের পূর্বপুরুষ ওপার বাংলায় থাকতেন। কারোর কারোর পরিবারের এখনও অনেকে পূর্ব বাংলায় থাকেন, এমনও হয়ত রয়েছে। তাই এই সিরিয়ালটা দর্শকদের একটা অন্য আবেগে বেঁধে ফেলবে বলে মনে হয়। হাসি, মজা, আরও অনেককিছুই এখানে রয়েছে, তবে পুবের ময়নার মূল ইউএসপি-ই হল ইমোশন (আবেগ)। দুই দেশ, দুই বাংলার কথা যেখানে থাকবে, সেখানে আবেগটা চলেই আসে। আসলে আমরা কিন্তু সবাই বাঙালি।

গৌরব রায় চৌধুরী
গৌরব রায় চৌধুরী

'রোদ্দুর' আর গৌরব দুটি চরিত্রের কি কোনও মিল বা পার্থক্য আছে?

গৌরব: তা কিছুটা আছে। রোদ্দুর পড়াশোনা করতে ভালোবাসে, আমিও তা বাসি। রোদ্দুর ভীষণভাবে ফ্যামিলি ম্যান। আমিও পরিবারকে নিয়েই বাঁচি। তবে রোদ্দুর চরিত্রের মধ্যে অনেক শেড আছে, অনেক আবেগ আছে। আর আমি ভীষণ বাস্তববাদী। আমি মানুষটা আসলে খুব সাধারণ, টাকা বাঁচিয়ে চলতে পছন্দ করি, আমার কাছে ১ টাকার যতটা গুরুত্ব, অনেক টাকারও সেই একই গুরুত্ব।

এখন তো একটু এদিক ওদিক হলেই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 'পুবের ময়না' নিয়ে কতটা আশাবাদী?

গৌরব: TRP ফ্যাক্টর বরাবরই ছিল, থাকবেও। কারণ দর্শকরাই তো শেষ কথা বলেন। তবে আবেগকে পুঁজি করে এটা যে ধরনের গল্প, তাতে এটা নিয়ে আমি বড্ড আশাবাদী। বাকিটা দর্শকই বলবেন।

সিরিয়ালে রোদ্দুরের পরিবার এপার বাংলার, আর ময়না বাংলাদেশ থেকে এসেছে। ব্যক্তিগত জীববে তোমার পরিবারের সঙ্গে কি ওপার বাংলার কোনও যোগ আছে?

গৌরব: আমি আসলে বাটি। (হাসি) আমার পূর্বপুরুষদের একটা অংশ। মানে বাবার পরিবার বরিশালের। আর মা ঘটি। তাই আমি চিংড়িও খাই, ইলিশও খাই। আমি বিভিন্ন কিছু বাটাও খাই আবার ওপারের বিভিন্নরকম ভুনাও খাই। তবে বরিশালের রান্নাটা আমি বড্ড পছন্দ করি। কিছু কিছু জিনিসের ভাগ হয়না। তবু মাঝখান দিয়ে পদ্মনদী বয়ে গিয়েছে। তারপরেও আবেগটা কিন্তু একই থেকে গিয়েছে।

রান্নার কথা যখন এল, একটা কথা জানতে চাইব, আপনি নিজে কি কখনও রান্না করেছেন?

হ্যাঁ, অবশ্যই। আমার বাবা-মা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন। তাই অল্প বয়সেই আমি ঠাম্মারর কাছে শুনে শুনে মা-বাবার জন্য রান্না করতাম। শুরুর দিকে ভাত, ডাল, বেগুনভাজা এগুলোই করতাম, আবার সঙ্গে পড়াশোনাও করতাম। তারপর মটন, চিকেন সবই বানাতে শিখেছি। এখন যদিও ব্যস্ততার জন্য রান্নাটা সেভাবে করা হয়ে ওঠে না। তবে স্পেশাল কিছু, বা নিজে আবিস্কার করে কখনও কখনও এটা ওটা বানাই। এই তো সেদিন একটা হেলদি স্মুদির রেসিপি বানিয়েছিলাম। নিজে থেকেই, কোথাও দেখে নয়। তাতে নানান কিছু উপকরণ ছিল, আবার খেতেও ভালো হয়েছিল আমার একটা বন্ধুর সেটা খেয়ে দারুণ লেগেছে। আমার মা তো রান্না করতেনই, তবে বাবাও খুব ভালো রান্না করতেন, আর সেখানে একটা শিল্প ছিল। বাবা আসলে রেসিপি নিয়ে গল্প করে করে রান্না করতেন। সেটাই হয়ত আমিও পেয়েছি।

পর্দার ‘রোদ্দুর’ অর্থাৎ গৌরব রায়চৌধুরীকে তাহলে খাদ্য রসিক বলা যায়?

গৌরব: হ্য়াঁ, আমি খাদ্যরসিক তবে গত তিনমাস ধরে শুধুই সবজি সিদ্ধ খেয়ে কাটাচ্ছি। তাও আবার নুন, চিনি ছাড়া। আসলে এই চরিত্রে আমাকে যাতে একটু অন্যরকম লাগে, তাই ওজন কমাচ্ছি। কারণ আমি তো অনেক কাজই করেছি, তাই একটু লুক চেঞ্জ করতে চাইছি।

গৌরব-ঐশানি
গৌরব-ঐশানি

ঐশানির সঙ্গে এটা তো প্রথম কাজ। ওর সঙ্গে রসায়নটা কতটা তৈরি হয়েছে?

গৌরব: ঐশানি খুবই মিষ্টি মেয়ে। আমার থেক ও অনেকটাই ছোট। যদিও শিল্পীর কোনও বয়স হয় না। তবে এই গল্পে আমাদের বয়সের ফারাক অনেকটা হলেও আবেগই এখানে শেষ কথা বলবে। এইটুকু বয়সেও ও যেভাবে ডায়ালগ বুঝে অভিনয় করছে, তা সত্যিই মুগ্ধ করার মতোই। দর্শকরা দেখলেই সেটা বুঝতে পারবেন।

ব্যক্তিগত জীবনে গৌরবের লাভ লাইফ কেমন চলছে?

গৌরব: এই বিষয়টা নিয়ে আমি এখন সত্যিই কথা বলতে চাইনা। আমি এখন শুধুই পুবের ময়না নিয়ে খুশি থাকতে চাই।

ব্যক্তিগত জীবনে আমি আসলে একটু বাস্তববাদী। আমি সেই অভিনেতাদের মধ্যে পড়িনা যে আজ অভিনয়, কাল একটু নিজের পিআর করে নিলাম। আমি খুব একটা প্রচারে থাকতে পছন্দ করি না। আমি এডিট করি, পড়াশোনা করি, আবার ক্যামেরার বিষয়টাও বুঝি। যাঁরা আমার শিক্ষাগুরু এই ইন্ডাস্ট্রিতে, তাঁরা হলেন টেকনিশিয়ানস। আমি খুব কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছি। আবার ডিরেকশনের কাজও করছি। অমি শুধু একটাই কথা বুঝি, অভিনয় করলে অভিনয়টা শিখতে হয়, নিজেকে আপডেট করতে হয়। বিশ্বাস করি আমার রোজগার যদি ২টাকাও হয়, সেটাই যেন স্বীকার করতে পারি। শো-অফ করা আমার পছন্দ নয়, আমি খুবই সাধরণ। শুধু অভিনয়ের জন্যই আমি চরিত্র হয়ে উঠি। তখন পরিচালক, প্রযোজক যা বলেন আমি শুনি। তবে শটের সেটে আমি অন্যমানুষ। ১২ বছর আগে আমি যেমন ছিলাম, আমি আজও সেভাবেই বাঁচি।

আসলে যে মানুষটা ডাল-ভাত খেয়ে দিনের শেষে আমার সিরিয়ালটা দেখছেন, আমাকেও তাঁদের সঙ্গে কানেক্ট করতে হবে তো। শো-অফ করে, নিজেকে বিশাল দেখিয়ে কী করব! আমি নিজের শিকড়কে ভুলি না।

প্রযোজনা সংস্থা খুলেছিলেন, সেই কাজ কেমন চলছে?

হ্যাঁ, প্রযোজনা সংস্থা খুলেছি। অভিনয় ছাড়াও আমি এখন প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি, এডিটরও হয়েছি। সবরকম কাজ করছ। প্রযোজনা সংস্থাটাও বাড়াচ্ছি। এগুলো নিয়েই এগোচ্ছে, সঙ্গে অভিনয়টাও করছি। তবে থিয়েটারটা এখন আর করা হয়না।

 

 

 

Latest News

'জীবনের কোনও সফলতাই...', সাফল্যের কোন সংজ্ঞা ব্যাখ্যা করলেন জয়া? নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী, সুন্দরবনে মৃত্যু হল সেই বাঘিনী ‘সোহানী’র চন্দ্রগ্রহণ ২০২৫-এ বিরল যোগ তৈরি করবেন দণ্ডনায়ক শনিদেব! কপাল খুলবে কাদের? ‘নাগরিকদের আর ব্যবসার জন্য সহজ হয়েছে’, জিএসটি 2.0র প্রশংসায় মোদী চিংড়িহাটায় মেট্রো জট কাটাতে উদ্যোগী কোর্ট, মঙ্গলবার সবপক্ষকে বৈঠকে বসার নির্দেশ প্রয়াত জর্জিও আরমানি! ইতালীয় ডিজাইনার সম্পর্কে এই পাঁচটি তথ্য জেনে নিন ৫ সেপ্টেম্বর ২০২৫র রাশিফলে দেখে নিন আগামিকাল শিক্ষক দিবস কেমন কাটবে! কলেজে পড়ার সময়, যা ঘটনা ঘটেছিল তানিয়ার সঙ্গে! মুখ খুললেন বিগবসের প্রতিযোগী ট্রাম্পের USর নাকের ডগা দিয়ে ইউরোপিয় ইউনিয়ন-ঘনিষ্ঠতা ভারতের!মোদী-EU চিফ ফোনে কথা আদিবাসী মহিলা কর্মাধ্যক্ষর সঙ্গে দুর্ব্যবহার, সরকারি জমি দখল, গ্রেফতার TMC নেতা

Latest entertainment News in Bangla

'জীবনের কোনও সফলতাই...', সাফল্যের কোন সংজ্ঞা ব্যাখ্যা করলেন জয়া? কলেজে পড়ার সময়, যা ঘটনা ঘটেছিল তানিয়ার সঙ্গে! মুখ খুললেন বিগবসের প্রতিযোগী প্রেমের গুঞ্জন তুঙ্গে, এবার পর্দায় জুটিতে সৌম্য়-দেবলীনা! মেলাল কারা? 'আল্লাহ তোমাকে ক্ষমা করবে না', মৌলানার কথা শুনে ভয়ে গান বন্ধ করেন মহম্মদ রফি লালবাগচা রাজার দর্শনে দিশা ভাকানি! কেমন দেখতে হয়েছে এখন তারক মেহতার দয়াবেনকে? প্রথম বাঙালি হিসেব ইন্ডিয়ান আইডল জেতেন মানসী! এবার রূপমকে পাশে নিয়ে দিলেন সুখবর ‘অনেক বয়স হয়েছে, লজ্জা করুন’, আশাকে আক্রমণ মহম্মদ রফির ছেলের! ছাড়লেন না লতাকেও পরিচালকের আসনে কৌশিক পুত্র উজান, করবেন অভিনয়ও, জুটি বাঁধবেন রাপূর্ণার সঙ্গে জাহ্নবী থেকে তাপসী, এই সব অভিনেত্রীরা ক্রিকেটার হয়ে পর্দায় চমক দিয়েছিলেন! বাংলার হলে চলবে না ‘দ্য বেঙ্গল ফাইলস’! রাষ্ট্রপতির দ্বারস্থ বিবেক-পত্নী পল্লবী

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.