বাংলা নিউজ > বায়োস্কোপ > Dolon-Dipankar: 'জোর হাত করে কেঁদে ফেলি', একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক, 'লেডি কিলার' দীপঙ্কর প্রোপজ করতেই ভয় পান দোলন!
পরবর্তী খবর
Dolon-Dipankar: 'জোর হাত করে কেঁদে ফেলি', একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক, 'লেডি কিলার' দীপঙ্কর প্রোপজ করতেই ভয় পান দোলন!
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2024, 02:01 PM ISTSubhasmita Kanji
Dolon-Dipankar: দোলন রায় এবং দীপঙ্কর দের সম্পর্ক ভীষণই চর্চিত। এতদিন পর অভিনেত্রী তাঁদের সম্পর্কের শুরুর দিনগুলোর কথা মনে করে কী বললেন?
Ad
'লেডি কিলার' দীপঙ্কর প্রোপজ করতেই ভয় পান দোলন!
দোলন রায় এবং দীপঙ্কর দে ২০২০ সালে দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁরা চুটিয়ে সংসার করছেন। কিন্তু জানেন কি দীপঙ্কর যখন তাঁকে প্রোপজ করেছিল তখন মোটেই রাজি হননি দোলন।
দোলন এবং দীপঙ্কর রায়ের সম্পর্ক
নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি দোলন রায় তাঁর এবং দীপঙ্কর দের সম্পর্কের বিষয়ে নানা অজানা কথা জানিয়েছেন। বলেছেন দীপঙ্কর যখন তাঁকে প্রথম প্রোপজ করেন তখন তিনি মোটেই রাজি ছিলেন না।
অভিনেত্রীর কথায়, 'ওর আমার প্রতি একটা দুর্বলতা ছিল। আমি তখন সবে সবে এসেছি এই জগতে। প্রথমবার তখন বিদেশ যাচ্ছি। তখন ও আমায় আগলে রেখেছিল। একই সঙ্গে বোধহয় বুঝেছিল আমি গাঁইয়া, সহজ সরল, আসলে ওর থেকে অনেকটাই ছোট ছিলাম তো। তাই খুব আগলে আগলে রাখত। কিন্তু আমায় অনেকেই ওর বিষয়ে। সাবধান করেছিল। বলেছিল দীপঙ্কর ভয়ঙ্কর। সাবধান।'
এরপর দোলন রায় বলেন, 'ও যখন এরপর আমায় প্রোপজ করে তখন আমি তো ভয়ে কাঁটা। আসলে আমিও কিছু কিছু জানতাম। ওর সঙ্গে অনেকের নাম জড়িয়েছিল। লেডি কিলার বলেও বিখ্যাত ছিলেন। ভেবেছিলাম আমর সঙ্গে একই কাজ করবে।' কিন্তু কোন কোন নায়িকার নাম জড়িয়েছিল দীপঙ্কর দের সঙ্গে? সেই বিষয়ে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী, অপর্ণা সেন প্রমুখের নাম করেন। এরপর তিনি বলেন, 'ও আমায় প্রোপজ করা মাত্রই আমি জোর হাত করে কেঁদে ফেলি, বলি আমায় ছেড়ে দাও। ও তখন আমায় বোঝাতে পারিনি যে সত্যি আমায় ভালোবেসে ফেলেছে। আসলে আমার যত্ন নিতে নিতে ও সত্যি ভালোবেসে ফেলেছিল। ওখানে তিন মাস ছিলাম আমরা। তারপর একটা মন্দিরে গিয়ে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমায় জিতে নেয়। বোঝায় আমায় সত্যিই ভালোবাসে।'
দোলন রায় আগেও বহুবার বহু সাক্ষাৎকারে জানিয়েছেন তাঁদের সম্পর্কের বিষয়ে। সেখানে তিনি বলেছেন তাঁর কোনও অসুখ বিসুখ হলে দীপঙ্কর দে আগলে রাখেন। যদিও ভয় পেয়ে কিছু ভুলচুকও করে ফেলেন অভিনেতা। এমনটাই মত দোলনের। তাঁদের ভালো থাকার চাবিকাঠিই হল তাঁদের একে অন্যের প্রতি এই যত্ন, ভালোবাসা।