সার্থক গুপ্তর সঙ্গেই বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন ইউটিউবার প্রেরণা দাস। মার্চে সামনে আনেন প্রেমিককে। তারপর থেকে একসঙ্গে বেশ কিছু ভিডিয়োয় বানিয়েছেন তাঁরা। চলতি বছরে সার্থক গার্লফ্রেন্ড ডে বা প্রেমিকা দিবসও পালন করেছেন প্রেরণার সঙ্গে। কিন্তু প্রেরণা যখন সার্থকের সঙ্গে তাঁর প্রেমের খবর প্রকাশ্যে আনেন তখন কন্টেন-ক্রিয়েশনের দুনিয়ায় একেবারে নতুন ছিলেন সার্থক। তাই অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল তাহলে কোন পেশার সঙ্গে যুক্ত সার্থক? এবার নিজের প্রেমিকের পেশার খবর সামনে আনলেন প্রেরণা।
সোমবার তিনি ও সার্থক যৌথভাবে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে নেন। সেখানে প্রথমে রেড ফ্ল্যাগ ও গ্রিন ফ্ল্যাগ নিয়ে জোরদার আলোচনা হতে দেখা যায়। সেই ভিডিয়োয় দেখা মেলে সৈকত দে, শুভদীপ গুহ রায়দেরও।
প্রথমেই রেড ফ্ল্যাগ ও গ্রিন ফ্ল্যাগ বলতে তাঁরা কী মনে করেন, সেই নিয়ে সকলেই নিজের মতামত জানতে চাওয়া হয়। আর অবশ্যই সকলে বেশ মজাদার ভাবে উত্তর দেন। তারপর সকলের পছন্দের আড্ডার জায়গা জানতে চাওয়া হলে তাঁরা সকলেই একটা ক্যাফের নাম করেন। প্রেরণাকেও সেই একই জায়গার কথা বলতে শোনা যায়। তারপর তিনি বলেন, ‘কিছু চিন্তা করবেন না এটা আমারই।’ এরপরই পাশ থেকে সার্থক বলে ওঠেন, 'তাই নাকি?' তারপর প্রেরণাকে হেসে বলতে শোনা যায়, মানে ওঁর যা…', তারপর সার্থককে দিকে তাকিয়ে তাঁর থেকে প্রেরণা জানতে চান, 'তোমার আর আমার আলাদা নাকি কিছু?'
আরও পড়ুন: সোমবার বিরাট আয় কমল ‘ওয়ার ২’-এর! পঞ্চম দিনে হৃতিক-জুনিয়র এনটিআর-এর ছবি কত কোটি ঘরে তুলল?
এটা মূলত একটা প্রোমোশানাল ভিডিয়ো ছিল, সেটাকেই মজা আর অ্যাস্থেটিকের আঙ্গিকে মুড়ে অনুরাগীদের উপহার দিয়েছেন প্রেরণা-সার্থক। তবে এই ভিডিয়োর সূত্র ধরে জানা গিয়েছে যে সার্থক পেশায় একজন ক্যাফে মালিক। এছাড়াও বর্তমানে প্রেরণার সঙ্গে কোলাবরেশনে নানা ভিডিয়ো বানান।