বলিউডে যখন শার্লিন চোপড়া, সোনা মহাপাত্ররা সাজিদ খানের উপরে আঙুল ওঠাচ্ছে, তখন টলিউডও মি টু নিয়ে উত্তাল। অভিনেত্রী সুকন্যা দত্ত শুক্রবার ফেসবুকে পরিচালক বাপ্পার বিরুদ্ধে অভিযোগ আনেন হেনস্থার। ‘শহরের উপকথা’ খ্যাত এই পরিচালককে নিয়েই এখন যত আলোচনা-সমালোচনা। অবশ্য শনিবার রাতে নিজের স্বপক্ষে জবাবও দেন তিনি। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এর শ্রীমতী নন্দিনী ভট্টাচার্যই তাঁকে এই পথ নিতে বলেন বলে জানিয়েছেন বাপ্পা।
ঠিক কী অভিযোগ তুলেছিলেন সুকন্যা?
ফেসবুক ম্যাসেঞ্জারে পরিচালকের সঙ্গে বর্তালাপের স্ক্রিনশট শেয়ার করে সুকন্যা লিখেছিলেন, ‘বিভিন্ন কথাবার্তায় এটাই বুঝতে পারি যে, ওঁর সঙ্গে কাজ করতে গেলে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে। আমি বুঝতে পারছি না উনি ছবি বানাবেন নাকি পর্ন ফিল্ম! …রেপ করার পর রেপিস্ট ধরে কী লাভ! আমার চোখে উনি একজন রেপিস্ট। আমার অভিনয়ের খিদে দেখে আমায় ট্র্যাপ করতে চেয়েছিলেন। জানি এসব পোস্ট করে কিছু হবে না, উনি আরও করবেন। যে প্রোডাকশন হাউজ ওঁর সঙ্গে কাজ করছে তাঁদের ভাবা উচিত। কাউকে স্ক্রিপ্ট পড়ার নাম করে নোংরামি করা ক্রিমিনাল অপরাধ।’
বাপ্পার জবাব
পরিচালক সাফ জানান প্রথমে তিনি ভেবেছিলেন সাইলেন্স ইস দ্য বেস্ট পলিসি। কিন্তু পরে তিনি বোঝেন মুখ খুলতেই হবে। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এর পরামর্শেই আত্মপক্ষ সমর্থনে তাঁর এই পোস্ট। লিখেছেন, ‘ওঁর লুক দেখে আমার মনে হয় উনি আমার পরবর্তী কাজের সাথে যুক্ত হতেই পারেন। কিন্তু তারপর উনি যখন প্রথম আমার সাথে দেখা করতে আসেন আমাদের রিহার্সালের রুমে সেখানে অন্তত ২২-২৫জন ছেলে-মেয়ের উপস্থিত ছিলেন। ওঁর সঙ্গে কথা হয়। সেদিন আমি ওঁকে স্পষ্ট করি আমি একজন স্ট্রাগলিং ডিরেক্টর, আমি একদম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি। কিন্তু উনি জানান তাতে কি আছে,আমি এস্টাব্লিশড অভিনেত্রী তাই আমার কোনও আর্থিক সমস্যা নেই। ওঁর নিজের একটি ক্যাফের কথাও বলেন সেখানে যেতেও বলেন। কিন্তু সেটি আমার বাড়ি থেকে অনেক দূর তাই সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি সেটা জানাই। সেদিনই আমি ওঁকে গল্পটা বলি। ওঁর পছন্দ হয়। হাতে কাজ থাকায় আমি দেখে যেতে পারি না ওঁর অভিনয় দক্ষতা কেমন।’ আরও পড়ুন: ‘বোল্ডসিনের ওয়ার্কশপ করলে…’, অভিনেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে