সোমবার সাত সকালে ফের দুসংবাদ নেমে এল ফিল্ম ইন্ডাস্ট্রির বুকে। বেঙ্গালুরুতে নিজের বাস গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দক্ষিণী অভিনেত্রী বি সরোজাদেবী। খুব স্বাভাবিকভাবেই এই খবর শুনে শোকস্তব্ধ গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
মাত্র ১৭ বছর বয়সেই সিনেমায় জগতে ডেবিউ করেছিলেন এই অভিনেত্রী। ১৯৫৫ সালে মহাকবি কালিদাস ছবির মাধ্যমে পেয়েছিলেন জনপ্রিয়তা। শুধু তাই নয়, এই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত হন তিনি। ১৯৬৭ সালে শ্রীহর্ষকে বিয়ে করে সংসার ধর্ম শুরু করেন অভিনেত্রী।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এই ৪ ভাষায় মোট ২০০ বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডে কাজ করেছেন দিলীপ কুমার, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। সহকর্মী হলেও দিলীপ কুমার সব সময় সাহায্য করতেন অভিনেত্রীকে, যে পথ অনুসরণ করেই নিজের জীবনে এগিয়েছিলেন সরোজাদেবী।
৮৭ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে X হ্যান্ডেলে রাজনৈতিক তারকা খুশবু সুন্দর লেখেন, ‘একটি স্বর্ণযুগের অবসান হল। সরোজাদেবী আম্মা সব সময় সেরা ছিলেন। দক্ষিণ ফ্লিম ইন্ডাস্ট্রির আর কোনও অভিনেত্রী তাঁর মতো জনপ্রিয়তা পাননি।’
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
তিনি আরও লেখেন, ‘ওঁর সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছিল আমার। বেঙ্গালুরু গেলে ওঁর সঙ্গে একবার দেখা হতোই। আমি যখন চেন্নাইতে থাকতাম উনি আমাকে ফোন করতেন প্রায় রোজ। ভীষণ অভাববোধ করব। ওঁর আত্মার শান্তি কামনা করি।’