২০২২ সালে ভালোবেশে জিম প্রশিক্ষক শেহনাওয়াজ শেখকে বিয়ে করেন ‘গোপি বহু’ দেবলীনা ভট্টাচার্য। এরপর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর মা হন তিনি। জন্ম দেন পুত্র সন্তানের। এবার ছেলের নামকরণ করে ফেললে দেবলীনা। কী নাম রাখছেন ছেলের?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামী শেহনাওয়াজ শেখের সঙ্গে ছবি দিয়ে যৌথ পোস্টে দেবলীনা জানান তাঁরা ছেলের নাম রেখেছেন জয়। অর্থাৎ ‘একগুচ্ছ আনন্দ’। লেখেন, ‘আমরা আমাদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছি, আমাদের হৃদয় আনন্দে উপচে পড়ছে। আমাদের সুখের বান্ডিল জয়ের সঙ্গে আলাপ করুন।’ দেবলীনার এই পোস্টে বহু নেটিজেন তাঁকে ও তাঁর সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। যদিও ছবিতে ছেলেন মুখ এখনও সামনে আনেননি অভিনেত্রী। ভালোবাসার ইমোজি বসিয়ে কায়দা করে সদ্যজাত সন্তানের মুখ ঢেকে রেখেছেন তিনি।
আরও পড়ুন-ঠিক কী কারণে ডিভোর্স হয়েছিল হৃত্বিক-সুজানের, এতদিনে মুখ খুললেন রাকেশ রোশন, ফাঁস হল সত্যি!
আরও পড়ুন-কোমর ধরে তরুণীকে কাছে টেনে Flirting! শাহরুখ ফের বললেন, 'এর থেকে বেশি কাছে টানার…'