পুজোয় মুক্তি পাচ্ছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে একজন সাফাইকর্মী তথা ইকলাখের চরিত্রে দেখা যাবে দেবকে। বলাই বাহুল্য এতদিন দর্শকরা দেবকে যে রূপে দেখে এসেছেন তার থেকে যে অনেকটাই আলাদা হতে চলেছে তাঁর এই চরিত্র সেটা বলার অপেক্ষা রাখে না। ছবি মুক্তির আগে প্রতিবাদ এবং ছবির প্রচারে কী জানালেন অভিনেতা?
আরও পড়ুন: হঠাৎ বাংলায় গালাগালি করছেন বিদ্যা! নতুন ভুলভুলাইয়ার খোঁজে মঞ্জুলিকা, সামলাতে পারবেন কার্তিক?
আরও পড়ুন: ঋতাভরী বলেছিলেন আবির কামতাড়িত নন, এবার জবাবে কী বললেন হিরো?
কী বললেন দেব?
দেব এদিনসংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্টতই বলেন তিনি চান প্রতিবাদের পাশাপাশি উৎসবও হোক। ছবিও চলুক। কিন্তু কেন? এই বিষয়ে তিনি বলেন, 'সিনেমা প্রতিবাদের ভাষা থেকে আলাদা নয়। নতুন সিনেমা আসছে মানে কাউকে প্রতিবাদ করতে নিষেধ করছি না। পুজোর এই সময়টা অনেক মানুষের কাছে রোজগারের সময়। ঢাকিরা গ্রাম থেকে ঢাক কাঁধে শহরে আসেন এটা না জেনেই যে কোন ক্লাব তাঁদের ডাকবেন। সঙ্গে তাঁদের সন্তানরাও থাকে। পুজোর পর তাঁদের উৎসব হয়, তখন ওরা জামাকাপড় কিনে নিয়ে যায়। অনেক ছোট ব্যবসায়ীর কাছে এই ৫-৬ দিনের ব্যবসাটাই ৫-৬ মাসের রোজগার। আমার একটা সিনেমা রিলিজ হওয়া মানে ২০-২৫ জন অন্তত কাজ পাবে। মন খারাপ ঠিকই। একজনের জাস্টিস পাওয়ার জন্য অনেকের সঙ্গে ইনজাস্টিস করা যায় না।'
দেব এদিন আরও বলেন, 'আমার মতে উৎসবে ফিরুন, প্রতিবাদও করুন। আমার লড়াই কেবল একটা তিলোত্তমাকে নিয়ে নয়। ভারতে যেন আর কোনও মেয়ে তিলোত্তমা, নির্ভয়া, অভয়া না হয় সেটার জন্য।'
দেব নিজের চরিত্র প্রসঙ্গে কী বললেন?
টেক্কা ছবিতে দেবকে দেখা যাবে ইকলাখ নামক একজন সাফাইকর্মীর চরিত্রে। তিনি জানান বাঘাযতীন বা প্রধান ছবিতে তাঁকে যে রূপে দেখা গিয়েছে টেক্কায় একেবারে অন্য রূপে দেখা যাবে। ইকলাখ হয়ে উঠতে তিনি দেবের সত্তাকে ভুলেছেন। শরীরী ভাষা ভুলেছেন। দেবের কথায় এটা তাঁর করা অন্যতম সাহসী চরিত্র।
আরও পড়ুন: মহারাষ্ট্র থেকে গ্রেফতার বাংলাদেশি পর্ন তারকা! কী ঘটিয়েছেন রিয়া ওরফে বান্না শেখ
তবে যেভাবে উৎসবের আকাশে প্রতিবাদের মেঘ জমছে, এখনও সকলে যেভাবে আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচারে সরব পুজোর আনন্দ থেকে মুখ ফিরিয়ে তাতে ছবির ব্যবসা নিয়ে বেজায় চিন্তিত দেব। তবে নিজের জন্য নয়। এই ছবির সঙ্গে অনেকের অর্থনীতি জড়িয়ে তাই। এতে মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়বে বলেই দেব জানিয়েছেন।