বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Jeet: স্ক্রিপ্ট পেলেও ছবিতে না দেবের! জিতের সঙ্গে কাজ করতে কোথায় আটকাচ্ছে 'বাঘা যতীন'-এর?
পরবর্তী খবর
Dev on Jeet: স্ক্রিপ্ট পেলেও ছবিতে না দেবের! জিতের সঙ্গে কাজ করতে কোথায় আটকাচ্ছে 'বাঘা যতীন'-এর?
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2023, 09:27 AM ISTSubhasmita Kanji
Dev on Jeet: দুই পৃথিবীর পর এক সঙ্গে আর কোনও ছবিতে দেখা মেলেনি তাঁদের। যে যাঁর মতো এগিয়ে গিয়েছেন কেরিয়ারে। তবে কি আর কখনই তাঁদের একসঙ্গে এক পর্দায় দেখা যাবে না? জিতের সঙ্গে কাজ প্রসঙ্গে কী বললেন দেব?
জিতের সঙ্গে কাজ করতে কোথায় আটকাচ্ছে দেবের
বলিউড যা করে দেখা দেখাচ্ছে সেটা কেন পারছে না বাংলা? বিবাদ ভুলে ফের একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান এবং সলমন খান। পেয়েছেন দুর্দান্ত সাড়াও। দর্শকদের মন জিতে নিয়েছে পাঠান ছবির সেই দৃশ্য। আগামীতে আবার টাইগারের পাশে দাঁড়াতে আসছে পাঠান। যেখানে সমস্যা মিটিয়ে পাঠান টাইগার একে অন্যের পাশে দাঁড়াচ্ছে বলিউডে তাহলে বাংলার দুই সুপারস্টার কেন একে অন্যের থেকে মুখ ফিরিয়ে আছেন? কাদের কথা বলছি দেব এবং জিৎ।
দুই পৃথিবী ছবির পর আর দেব এবং জিৎকে একত্রে দেখা যায়নি। বক্স অফিসে তুমুল সাড়া ফেললেও দুই তারকা আর কখনই একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তবে কি তাঁদের মধ্যে কোনও বিবাদ চলছে যা টলিউডের কথা ভেবেও কাটানো যাচ্ছে না?
দেব অভিনব কায়দায় তাঁর ছবির প্রচার করেন আজকাল। গোটা টলিউডকে এক ছাতার তলায় আনতে বদ্ধপরিকর যে তিনি সেটা ব্যোমকেশের প্রচারেই বোঝা গিয়েছে। এমনকি জিতের ছবি বেরোলে শুভেচ্ছা জানাতেও ভোলেন না। তাহলে ছবি করতে অসুবিধা কোথায়?
একটি সাক্ষাৎকারে জিতের সঙ্গে কাজ করার প্রসঙ্গে দেব জানিয়েছেন, 'আমার আর জিতের ছবি দুই পৃথিবীর পর আসেনি মানে আর আসবে না এমনটা নয়। কিন্তু সেরকম ভালো একটা সাবজেক্টও তো আসতে হবে। গল্পের মধ্যে আমাদের দুজনকেই নিজেদের জায়গা খুঁজে পেতে হবে।' তিনি আরও জানান যে এমন একটা অফারও তিনি পেয়েছিলেন কিন্তু নাকচ করে দেন সেটা। দেবের কোথায়, 'আমি কারও নাম নিচ্ছি না, কিন্তু একজন বড় পরিচালক একটি স্ক্রিপ্ট এনেছিলেন। কিন্তু গল্পটা আমার ভালো লাগেনি।'