বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev on Bengali Films: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
পরবর্তী খবর
Dev on Bengali Films: দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না? বিতর্কের উত্তরে কী বললেন 'বাঘা যতীন'?
2 মিনিটে পড়ুন Updated: 06 Oct 2023, 08:10 AM ISTSubhasmita Kanji
Dev on Bengali Films: দেবের ছবিই একমাত্র বক্স অফিসে চলছে। অন্যান্য কোনও ছবিই নাকি সেই অর্থে হালে পানি পাচ্ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই কিছু কথা শোনা যাচ্ছে। সেটার প্রতিক্রিয়ায় কী জানালেন দেব?
দেব ছাড়া বাংলা ছবিকে কেউ ব্যবসা দিচ্ছে না?
প্রজাপতি মুক্তি পায় গত বছর শীতের ছুটিতে। সঙ্গে আরও বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল সেই সময়। কিন্তু বক্স অফিসে রীতিমত ঝোড়ো ব্যাটিং চালিয়ে ছিল দেবের এই ছবি। এক একদিন তো রেকর্ড আয় পর্যন্ত করেছে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য গদর ২-OMG ২ -এর ভিড়ে তেমন সাড়া না পেলেও মন্দ ব্যবসা করেনি। এদিকে এখনও বাঘা যতীন মুক্তি পায়নি। কিন্তু হলে কী হবে সেই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। এমন সময় দাঁড়িয়ে শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একমাত্র এই সুপারস্টারের ছবিই নাকি বাংলা ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিচ্ছে। সেই প্রসঙ্গে এবার নিজের মতামত জানালেন দেব।
পুজোর ঠিক মুখে পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে বাঘা যতীন। ১৯ অক্টোবর দেবের বাঘা যতীন সহ আরও একাধিক হেভি ওয়েট ছবিই মুক্তি পাবে বড় পর্দায়। আর তার আগে রণং দেহী অবতারেই ফাটিয়ে প্রচার সারছেন দেব। কখনও কোনও স্কুল তো কখনও কোনও শপিং মল, কিংবা ভরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জনসংযোগ করে বাঘা যতীনের অভিনব প্রচার সারছেন তিনি। পাচ্ছেন ব্যাপক সাড়াও। তার মাঝেই ফিভার এফএমকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক গোপন তথ্য জানালেন তিনি।
টলিউডকে ব্যবসা দেওয়ার প্রসঙ্গে দেব
এই সাক্ষাৎকারে তাঁকে প্রথমেই বলা হয় যে সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই দাবি করছেন দেবের ছবিই নাকি একমাত্র চলছে বক্স অফিসে। মাস স্কেলে সাড়া পাচ্ছে। অবশ্য দর্শকদের দাবি নয়, টলিউডের সর্বোচ্চ ৫ আয়করী ছবির তালিকায় ৫টিই দেবের ছবি বলে একটি রিপোর্টে দাবি করা হয়, আমাজন অভিযান (৫০ কোটি), চাঁদের পাহাড় (২১ কোটি), প্রজাপতি (১৪ কোটি), পাগলু (১০ কোটি) এবং পরাণ যায় জ্বলিয়া রে (৯.৫০ কোটি)। ফলে রিপোর্টের হিসেবও একই কথা বলছে। সেখানে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে দেবের কী বক্তব্য? উত্তরে অভিনেতা মুখে টুঁ শব্দটি করেন না। কেবল হাত জোড় করে সকলের উদ্দেশ্যে প্রণাম জানান। এবং ইঙ্গিতে বুঝিয়ে দেন যে তিনি কৃতজ্ঞ। মেনেও নেন এই বিষয়টিকে যে তাঁর ছবিই টলিউডকে ভালো ব্যবসা দিচ্ছে।