
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ব্যোমকেশের পর এবার বাঘা যতীন হয়ে পর্দায় অবতীর্ণ হওয়ার পালা। তার আগে জমিয়ে প্রচার সারছেন দেব অ্যান্ড টিম। সদ্যই মুক্তি পেল তাঁদের ছবির নতুন গান। আর সেই গানের বিষয়ে প্রচার করতে গিয়েই একটা ছোট্ট ভুল করেন তিনি। কিন্তু না, দেব মোটেই অপ্রস্তুত হননি, বরং ভীষণ স্পোর্টিংলি নিজেকে নিয়ে নিজেই মজা করে ফেললেন।
৩০ সেপ্টেম্বর মুক্তি পেল আসন্ন ছবি বাঘা যতীনের গান বাঘা বাঘা হে। এই গানটি এই ছবির টিম ঠিক করেছিল বাঘা যতীন বয়েজ স্কুলে সেখানকার শিশুদের সামনে মুক্তি পাবে। পরিকল্পনা সব তৈরি থাকলেও বিধি বাম। নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকেই চলেছে অবিরাম বৃষ্টি। শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে সেই পরিকল্পনা বাতিল করেন দেব।
আরও পড়ুন: 'শাহরুখের ছবি এলে বাংলা ছবি জায়গা পাবে না এটা বদলাতে হবে', টলিউড প্রসঙ্গে মত দেবের
আরও পড়ুন: 'আমার তো বয়স হচ্ছে', বাঘা যতীন মুক্তির আগে কেন এমন বললেন দেব?
এদিন তিনি তাঁর গোটা টিমকে নিয়ে লাইভ আসেন। আর সেখানেই তিনি বলেন, 'আজ আমাদের ইভেন্ট ছিল, আমরা সব তৈরি হয়ে এসছিলাম। কিন্তু আমরা খুবই দুঃখিত যে সেটা ক্যানসেল করতে হল। যদিও স্কুলের টিচাররা বারবার বলছিলেন যে বাবা মায়েরা, বাচ্চারা চাইছেন যে এটা হোক। ওঁরা অপেক্ষা করছেন। বৃষ্টিতে অসুবিধা হবে না। কিন্তু ইভেন্ট তো হতেই থাকবে, আমার ছবিও আসবে।' এরপর তিনি স্বাস্থ্য বলতে গিয়ে হোঁচট খান। তখন তিনি দ্রুত বলে ওঠেন, 'কিন্তু ওদের শরীর সাস..সাসত্য… আমার বাংলা নিয়ে কোনও কথা নয় হ্যাঁ! বাচ্চাগুলোর স্বাস্থ্যটা আগে।'
দেব এদিন তাঁর কথা প্রসঙ্গে আরও বলেন যে তাঁরা এই উদ্যোগ নিয়েছিলেন যাতে এই ইতিহাস সম্পর্কে এখনকার বাচ্চারা আরও জানে, বোঝে, শেখে। তাঁর দাবি গানটা বাচ্চাদের কথা ভেবেই বানানো হয়েছে। আমরা সবাই কেবল বইয়ের পাতায় থাকা গুটিকয় নাম জানি, কিন্তু তিনি দাবি করেন এই ছবির হাত ধরে আরও অনেক অজানা, কম জানা বিপ্লবীদের কথা উঠে আসবে।
দেব ব্যোমকেশের সময় থেকেই তাঁর ছবিকে অভিনব পন্থায় প্রচার করছেন। বাঘা যতীনের বেলায় অন্যথা হল না। তিনি এই ছবির গানকে কিন্তু মোটেই কোনও শপিং মল, হল বা আলিশান হোটেলে মুক্তি দেননি। বরং সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়ে, তাঁদের সঙ্গে মিশে এক এক করে এই ছবির গান প্রকাশ্যে আনছেন।
আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি অরুণ রায়ের পাচ্ছে বাঘা যতীন। এই ছবিতে দেবের বিপরীতে বাঘা যতীনের স্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করেছেন নবাগতা সৃজা। গানের দায়িত্ব সামলেছেন নীলাঞ্জন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports