সব অপেক্ষার অবসান করে অবশেষে হলে এল 'ধূমকেতু'। ১৪ অগস্ট রাত দুটো থেকেই শুরু হয়ে গিয়েছে সেই উদযাপন। তবে মুক্তির আগে দিন নৈহাটির জাগ্রত দেবী বড়মার কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেখানেই ঘটে যত কান্ড। যার রেশ এখনও লেগে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই সব ঘটনার মধ্যে যে ঘটনা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে তা হল প্রাক্তন শুভশ্রীর পাশে বসে, বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামে দেবের পুজো দেওয়া।
আরও পড়ুন: ভিড় ঠেলে শুভশ্রীর হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব! 'সব পরিপূর্ণ…', বললেন নেটিজেনরা
কী ঘটেছে?
হ্যাঁ, একটু খোলসা করেই তবে বলা যাক। বুধবার সকাল থেকেই শোনা যাচ্ছিল যে দেব-শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। তবে সেখানে তাঁদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তাঁরা বুঝি আলাদা আলাদা ভাবে যাবেন। ট্রেলার লঞ্চের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে বলেই, আবার যে একসঙ্গে দেখা যাবে সে আশা না রাখাই ভালো। আবার একদল মনে করছিলেন তাঁদের একসঙ্গে দেখতে পাবেন।
আর তাঁদের কথাই বুধবার বেলা বাড়তে সত্যি হয়। রংমিলান্তিতে লালে-লাল হয়ে সকলের সামনে ধরা দেন দেব-শুভশ্রী। ভিড়ের মধ্যে শুভশ্রীকে আগলে মন্দিরে নিয়ে যান দেব। তারপর পাশাপাশি আসনে বসে দু'জন পুজোও দেন বড়মার কাছে। জানান মনের সমস্ত আশা। এরপরই আসে পুজো দেওয়ার পালা। আর সেই পুজো দেওয়ার সময় দেবের কান্ড দেখে অবাক নেটদুনিয়া।
কী এমন করলেন দেব? টলি ভিশনের পক্ষ থেকেও শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায়, পুজো কার কার নামে দিতে চান নায়ক? তা জানতে চাওয়া হলে মা, বাবা, দিদি-সহ পরিবারের সকলের নাম এক এক করে বলতে শুরু করেন দেব। শেষে প্রেমিকা রুক্মিণী মৈত্রর নাম বলতেও বাদ রাখেন না। তারপর গোত্র জানতে চাইলে নায়ক বলেন, 'গোত্র মা জানেন'। তাঁর এই সারল্য দেখে হেসে ফেলেন শুভশ্রীও। পাশে বসা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে হেসে কিছু জানান নায়িকা। কিন্তু প্রাক্তনকে পাশে নিয়ে বর্তমানের নামে পুজো দেওয়া দেখে বিস্তর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সেই ভিডিয়ো ভাইরাল।