এই মুহূর্তে ‘প্রজাপতি ২’ ছবির জন্য সপরিবারে লন্ডনে রয়েছেন দেব। তবে কাজের পাশাপাশি তিনি পরিবারকেও দেন সমান গুরুত্ব। তাই এবার পরিবারের সবাইকে নিয়ে লন্ডন ছাড়লেন তিনি। কোথায় পাড়ি দিলেন অভিনেতা?
মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত ‘প্রজাপতি ২’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জ্যোতির্ময়ী। সেকেন্ড লিড চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইধিকাকে। যদিও ইধিকার অংশের শ্যুটিং হবে কলকাতায়, তবে আপাতত বাকি কলাকুশলীরা (অনির্বাণ চক্রবর্তী সহ) এই মুহূর্তে রয়েছে লন্ডনেই।
আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ, এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা তথা প্রযোজক ধীরজ কুমার
লন্ডন থেকে মাঝেমধ্যেই বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে দেবকে। বাবা-মা এবং বোনের সঙ্গে ছবি পোস্ট হোক অথবা সহকর্মী বা পরিচালকের সঙ্গে ছবি, দেবের লন্ডন ডায়েরি দেখে বোঝাই যাচ্ছে, রমরমিয়ে চলছে ছবির কাজ। তবে এবার পরিবারকে নিয়ে লন্ডন ছেড়ে স্কটল্যান্ড উড়ে গেলেন দেব।

মঙ্গলবার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত রয়েছি, অ্যাকশন পরে হবে।’ ছবিতে দেবের সঙ্গে গোটা পরিবারকে উপস্থিত থাকতে দেখা দিয়েছে। ছবিতে দেবকে পরে থাকতে দেখা যায় একটি অফ হোয়াইট রঙের গেঞ্জি, কালো রঙের প্যান্ট ও সাদা রঙের জুতো।
প্রসঙ্গত, ‘প্রজাপতি’ ছবিতে টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন দেব। এবার আবার নতুন জুটি বাঁধতে চলেছেন তিনি। দেব এবং জ্যোতির্ময়ীর এই জুটি কতটা মানুষের মন জয় করতে পারবে, তা ছবি মুক্তি পেলেই বোঝা যাবে।
আরও পড়ুন: এই প্রথম খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে, প্রকাশ্যে এল অভিনেত্রীর 'রাজমাতা' লুক
আরও পড়ুন: চোখের তলায় কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর এ কী হাল!
উল্লেখ্য, ‘প্রজাপতি’ ছবিতে মিঠুন এবং দেবের কেমিস্ট্রি ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের। একজন বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসা-বোঝাপড়ার এক অনবদ্য গল্প দেখানো হয়েছিল ‘প্রজাপতি’ ছবিতে। এবারও পরিচালক অভিজিৎ সেনের থেকে তেমনই একটি অসাধারণ গল্প প্রত্যাশা করেছেন দর্শকরা।