বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Ambarish Bhattacharya: 'ওর রক্ত পরীক্ষা করানো হয়...', দেবের অসুস্থতা নিয়ে মুখ খুললেন 'অজিত' অম্বরীশ
পরবর্তী খবর
Dev-Ambarish Bhattacharya: 'ওর রক্ত পরীক্ষা করানো হয়...', দেবের অসুস্থতা নিয়ে মুখ খুললেন 'অজিত' অম্বরীশ
1 মিনিটে পড়ুন Updated: 04 Sep 2023, 11:47 AM ISTSubhasmita Kanji
Dev-Ambarish Bhattacharya: ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুক্তি পাওয়ার পরই জোর কদমে চলছে বাঘা যতীনের প্রচার কাজ। পাল্লা দিয়ে চলছে প্রধান ছবিটির শুটিংও। আর সেই ছবির শুটিং শুরু করেই অসুস্থ হয়ে পড়েন দেব। নিজেই জানিয়েছিলেন সেই কথা। এখন কেমন আছেন?
দেবের অসুস্থতা নিয়ে মুখ খুললেন অম্বরীশ
প্রধান ছবির শুটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি। শুটিংয়ের প্রথমদিনেই জ্বরে পড়েন দেব। চলতি মাসের একদম শুরু থেকেই শুরু হয়েছে এই ছবির কাজ। আর তারপরই নিজের অসুস্থতার কথা জানান দেব, লেখেন, 'প্রথম দিনের শুটিং। আর আমি এদিকে জ্বরে কাবু।' ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। সকলেই উদ্বিগ্ন হয়েছিলেন যে কেমন আছেন এখন অভিনেতা সেটা জানার জন্য। কেউ কেউ আবার এই সমস্ত জ্বরের কথা শুনে ভেবেছিলেন দেব হয়তো ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই ঘটনার পর তিনদিন কেটে গিয়েছে। এখন কেমন আছেন তিনি?
প্রধান ছবিটির শুটিং এখন উত্তরবঙ্গে চলছে। সৌমিতৃষা, দেব সহ অনেকেই মাঝে মধ্যে সেখান থেকে ছবি পোস্ট করছেন কাজের ফাঁকে ফাঁকে। কিন্তু তার মাঝেও চলছে আরও একটি আলোচনা, দেব কেমন আছেন? তিনি কি ভীষণই অসুস্থ? তাঁর সহকর্মী, সহ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য জানালেন যে না, দেব মোটেই গুরুতর অসুস্থ নন। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'একদিনই কেবল দেবের জ্বর ছিল। শুটিংয়ের প্রথমদিনই কেবল ও অসুস্থ ছিল। দ্বিতীয়দিন থেকে দেব ফিট হয়ে গেছে একদম। রক্ত পরীক্ষা করানো হয়, সেটাও ঠিকঠাক আছে। ওষুধ খেয়েছে। অনেকে চারদিকে আলোচনা করছেন যে দেব নাকি ভীষণই অসুস্থ, এটা একদমই ভুল। ও একদম সুস্থ আছে। আমাদের শুটিং চলছে জোর কদমে। কারও নামে এসব মিথ্যে খবর রটানো বন্ধ হোক।'
আগামী শীতে মুক্তি পেতে চলেছে প্রধান। এই ছবিতে দেব দীপক প্রধান নামক একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তবে সঙ্গে এখানে ছোট পর্দার চেনা মুখ তথা মিঠাই ওরফে সৌমিতৃষাকে দেখা যাবে। এছাড়াও পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখকে দেখা যাবে। দেব সৌমিতৃষার জুটি কতটা জমে এখন সেটাই দেখার।
আগামীতে, পুজোর সময় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত বাঘা যতীন। ২০ অক্টোবর আসছে এই ছবি।