এক সময় টলিউডের অন্যতম সেরা জুটি ছিল দেব-শুভশ্রী জুটি। পর্দায় তাঁদের জুটি দর্শকদের মনজয় তো করেই নিয়েছিল। পাশাপাশি বাস্তবেও তাঁরা একে অপরের সঙ্গে প্রেম করতেন। আর এটা ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। তবে সেই প্রেমে বিচ্ছেদ আসে, ভাঙে সম্পর্কও। কিন্তু বিচ্ছেদের পরও তাঁরা 'ধূমকেতু' জন্য আবার একসঙ্গে কাজ করেন। তবে নানা জটিলতায় তখন আর সেই ছবি মুক্তি পায় না। মাঝে ৯ বছর কেটে যায়। তারপর থেকে পর্দায় আর দর্শকরা তাঁদের একসঙ্গে দেখতে পাননি। তবে অবশেষে সব জটিলতার মেঘ কাটিয়ে পর্দায় আসতে চলেছে ‘ধূমকেতু’। আর এবার ছবি মুক্তির আগেই প্রকাশ্যে এল ছবি গান, ‘গানে গানে’।
আরও পড়ুন: 'খুব ভয়ে আছি…', কী নিয়ে আতঙ্কিত মধুবনী? 'জীবনটাই যদি না থাকে…' বললেন নায়িকা!
এই গানের টিজার কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সম্পূর্ণ গানটি মুক্তি পেল। গানে এক অদ্ভুত মান অভিমানে সুর মিশে রয়েছে। গানে দেখা গিয়েছে কোনও কারণে দেব অভিনীত চরিত্রটির উপর পর্দার 'রূপা' শুভশ্রীর মনে বেশ অভিমান জমেছে। আর প্রেমিকার মান ভাঙাতে অরিজিতের কন্ঠে দেব গাইলেন, 'গানে গানে যদি আমার মনের কথা, তোমার মনের কাছে পৌঁছে যায়…'। দেব আর শুভশ্রীর মন হয়তো এখন অনেকখানিই দূরে সরে গিয়েছে, তবে তাঁদের ভক্তদের মন নিঃসন্দেহে ছুঁয়ে গেল এই উপহার তা বলাই বাহুল্য।
গানে একরাশ ফুল সাইকেলের কেরিয়ারে নিয়ে পাহাড়ের পথে মান করে শুভশ্রীকে হাঁটতে দেখা গিয়েছে। অন্যদিকে, দেব কখনও ফুল দিয়ে, আবার কখন গিটারের সুরে নাচ গান করে, আবার কখনও অন্যের টুপি মাথায় পরে শুভশ্রীর রাগ ভাঙাতে ব্যস্ত।এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। গানটির কথা ও সুর অনুপম রায়ের।
প্রসঙ্গত, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ছিল ধূমকেতু। ছবিতে সহ প্রযোজক ছিলেন রাণা সরকার। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমার টিজার এর মধ্যেই এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা গিয়েছে, কোনও কারণে নিজেকে অন্তরালে নিয়ে গিয়েছে দেবে-র চরিত্র। কোনও মিথ্যে বদনাম, নাকি বিপদের আভাস, কী তাকে নির্জনে থাকতে বাধ্য করেছে তা স্পষ্ট নয়, তবে একদিন সে ঠিক করে, আর নয়। এবার ফিরে আসার পালা। দেবের সংলাপ, ‘গত নয় বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি ৷ আমি কোনও দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে৷ আমি আর মৃত্যুকে ভয়ই পাই না…।’
টিজারে দেব-শুভশ্রীর রোম্যান্স, বিরহ, দেবের অ্য়াকশন, প্রস্থেটিক সবটা মিলিয়ে যাকে বলে দশে দশ। এখন দেখার ১৪ অগস্ট থেকে দর্শকরা কতটা হলমুখী হন 'ধূমকেতু'র পাশে দাঁড়াতে।