মধুবনী গোস্বামী টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ। তিনি তাঁর রোজনামচার নানা খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে শেয়ার করে নেন। নানা বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে মনের কথাও ভাগ করে নেন। সম্প্রতি বি-টাউনের নায়িকা শেফালি জরিওয়ালা মারা গিয়েছেন। । ২৭ জুন রাতে শেফালি মারা যান। শেফালির মৃত্যুর কারণ হৃদরোগ বলেই জানা যায়। এবার তা নিয়ে মুখ খুললেন মধুবনী।
তিনি রবিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নেন। সেখানেই তিনি এই প্রসঙ্গে কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আজ আমি আমার জীবনের কিছু উপলদ্ধি তোমাদের সঙ্গে ভাগ করে নেব।’ তারপর শেফালির নাম না করেই তিনি বলেন, ‘বলিউডের একজন অভিনেত্রী। তিনি একটি বিখ্যাত মিউজিক ভিডিয়ো করেছিলেন। তাঁর সম্প্রতি হৃদরোগ মৃত্যু হয়েছে। খুব অল্প বয়সে চলে গেলেন তিনি। সেটার কারণ হিসেবে অনেকে, অনেক কিছু বলছেন। তবে যেটা সবাই জানেন সেটা হল, তাঁর এই হার্ট অ্যাটাক হয়েছে কারণ তিনি বহুক্ষণ খালি পেটে থাকতেন। যেদিন তিনি মারা যান, সেদিনও নাকি তিনি অনেকক্ষণ কিছু খাননি, ফলে তাঁর ব্লাড প্রেশার খুব কমে গিয়েছিল। তারপর আবার তিনি খালি পেটেই একটা ওষুধ খান। তারপর কী হয়েছিল বাকিটা আমরা জানি।’
এরপর নায়িকা নিজের ডায়েটের প্রসঙ্গ টেনে বলেন, ‘মাঝে আমি ঠিক করেছিলাম আমি ডায়েটিং করব। আমি ভাত, রুটি খাব না। কারণ সবার আগে আমাদের মাথাতে ওটাই আসে যে আমরা ভাত, রুটি, মিষ্টি বাদ দেব। কারণ বহুদিন ধরে আমরা নানা জায়গা থেকে এটাই শুনে আসছি। আর এতেই বিশ্বাসী হয়ে গিয়েছি। শুধু মাছ, মাংস, ডিম খাব। বা যাঁরা এগুলো খান না তাঁরা পনির বা সোয়াবিন এই সব খাবেন। মূলত প্রোটিনটাই খাবেন। তবে বর্তমানে অনেক চিকিৎসকদের বলতে শোনা যায় এটা কত বড় ভুল কথা। কারণ বর্তমান প্রজন্ম তাঁদের খাদ্যতালিকা থেকে ভাত, রুটি মতো কার্বোহাইড্রেট বাদ দিয়ে হৃদরোগের ঝুঁকি কতখানি বাড়িয়ে ফেলছেন।’
তাই এই সব থেকে নায়িকা সিদ্ধান্ত নিয়েছেন তিনি সমস্ত পুষ্টিকর খাবার তাঁর খাদ্যতালিকায় রাখবেন। এই প্রসঙ্গে মধুবনী বলেন, ‘আমি ঠিক করেছি, আমি ভাত রুটি কিছুই বাদ দেব না। প্রাকৃতিক নিয়ম মেনে যেভাবে রোগা হতে হয়, সে ভাবেই হব। অর্থাৎ ভাত, রুটি থেকে শুরু করে প্রোটিন সবটাই নিয়ম ও পরিমাণ বুঝে খাওয়া আর শরীরচর্চা করা।’
তবে অভিনেত্রী সময়ের অভাবে শরীরচর্চা করতে পারেন না। তবে তিনি জানান, আর সেই অজুহাত নয়, শরীরচর্চার দিকেও সমান ভাবে মন দেবেন তিনি। তিনি বলনে, ‘শরীরচর্চা আমার রুটিনে এবার রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি ভাত রুটি খাওয়া বন্ধ করে দেব। একটা সময় আমিও করেছিলাম। তবে এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি ওরকম কোনও ডায়েট করে রোগা হব না। যদি জীবনটাই না থাকে তবে রোগা হয়ে কী লাভ? জীবন সবার আগে গুরুত্বপূর্ণ। জীবন থাকলে তবেই তো সব আনন্দগুলো উপভোগ করতে পারব। জীবনকে যদি উপভোগই না করতে পারলাম তাহলে আর কী হবে?’ ভিডিয়োটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘একজন অভিনেত্রীর মৃত্যু হলো… খুব ভয়ে আছি…’।