2 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2024, 11:24 AM ISTSubhasmita Kanji
Dev-Mithun: ফিরছে দেব এবং মিঠুনের জুটি। অভিজিৎ সেনের পরিচালনায় প্রজাপতির পর আবারও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে।
বক্স অফিসে বিস্ফোরণ ঘটাতে ফিরছে দেব মিঠুন-জুটি?
২০২২ সালে মুক্তি পায় প্রজাপতি। সেই বছর বড়দিনে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিস ওলোট পালোট করে দিয়েছিল। দেব এবং মিঠুন চক্রবর্তীকে সেই প্রথমবার একসঙ্গে দেখা যায়, আর প্রথম ছবিতেই হিট হয় তাঁদের এই জুটি। এবার শোনা যাচ্ছে আবারও নাকি তাঁদের এই জুটি ফিরতে চলেছে। তাও প্রজাপতি ছবির পরিচালকের হাত ধরেই!
ফিরছে দেব এবং মিঠুনের জুটি
গত তিন চার বছর ধরে এটা যেন একটা রিচুয়াল হয়ে গিয়েছে যে বড়দিন মানেই অভিজিৎ সেনের পরিচালনায় দেবের ছবি আসবেই। টনিক, প্রধান, প্রজাপতি সবই সেই একই সময় মুক্তি পায় এবং নজর কাড়ে দর্শকদের। এবারও তার অন্যথা হবে না। বছরের শুরুতেই দেব জানিয়েছেন এবারের শীতেও অভিজিৎ সেনের পরিচালনায় আসছে তাঁর ছবি। এবার সেই ছবির বিষয়ে এল একটি বড় আপডেট। তবে তার আগে এই বিষয়ে বলে রাখা ভালো, দেবের অভিনয়, অভিজিৎ সেনের পরিচালনা এবং অতনু রায়চৌধুরীর প্রযোজনা, এই তিনের জুটি কিন্তু হিট! বাংলার দর্শক যে তাঁদের ছবিকে আপন করে নিয়েছে সেটা বক্স অফিসের দিকে একটু নজর রাখলেই বোঝা যাবে।
টলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে প্রজাপতি ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। অর্থাৎ বড় পর্দায় আরও একবার দেখা যাবে মিঠুন এবং দেবের জুটিকে। তবে কেউ কেউ আবার দাবি করছেন প্রজাপতির সিক্যুয়েল না হলেও, আলাদা গল্প হলেও সেখানে দেখা যাবে টলিউডের এই দুই মহারথীকে।
কী বলছেন খোদ প্রযোজক?
অতনু রায়চৌধুরী এই গুজব সম্পর্কে আনন্দবাজারকে জানিয়েছেন 'সোশ্যাল মিডিয়ায় এইসব খবর রটিয়ে দেওয়া হচ্ছে, আমিও শুনেছি। কেউ বলছেন প্রজাপতির সিক্যুয়েল আসবে, কেউ বলছেন প্রধানের। কিন্তু এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই হ্যাঁ বা না কোনওটাই বলতে চাই না।' তবে তাঁদের এবারের বড়দিনের ছবিতেও যে দেব থাকছেন মুখ্য ভূমিকায় সেটা নিশ্চিত। কিন্তু গল্প কী, মিঠুনের সঙ্গে দেবের জুটি ফিরছে কিনা সেটা সময়ই বলবে। তবে জানা গিয়েছে চলতি মাসের মধ্যে এই ছবির বিষয়ে সমস্ত পরিকল্পনা সেরে ফেলবেন অভিজিৎ, অতনুরা।
মিঠুন চক্রবর্তী বর্তমানে শাস্ত্রী ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্যদিকে দেব সবেই টেক্কা ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ করলেন। দেব, সৃজিত মুখোপাধ্যায় দুজনেই সেই বিষয়ে আপডেট দিয়ে জানিয়েছেন এবারের পুজোয় আসছে টেক্কা। এছাড়া দেবের হাতে এখন আছে খাদানের কাজ। অন্যদিকে ভোটের ঠিক মুখেই তিনি তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে জল্পনা বাড়িয়েছেন। ফলে রাজ্য রাজনীতি থেকে অভিনয় জগৎ সব নিয়েই টানটান পরিবেশ তৈরি করে রেখেছেন যে দেব সেটা বলাই যায়।