দেখতে দেখতে জীবনের ৩৮টা বসন্ত পার করে ফেললেন দীপিকা পাড়ুকোন। আজ ৫ জানুয়ারি ২০২৪, দীপিকার ৩৮তম জন্মদিন। হ্য়াঁ, ঠিকই শুনছেন, সুন্দরী, তন্বী দিপ্পির ৪০ হতে আর মাত্র ২। তবে কেরিয়ারের শুরু থেকেই বারবার আলোচনায় এসেছেন দীপিকা, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কম চর্চা হয়নি। বহু বিতর্কেও জড়িয়েছেন। আজ, শুক্রবার দিপ্পির ৩৮তম জন্মদিনে চলুন ফিরে দেখি তাঁর জীবনে সবথেকে চর্চিত ও বিতর্কিত বিষয়গুলি।
দীপিকা ও বিতর্ক
২০২০ সাল, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশধারীদের তাণ্ডবে দেশ তখন উত্তাল। দেশজুড়ে চলছে বিতর্কে, উঠে আসছে পক্ষে-বিপক্ষে নানান মতামত। ঠিক তখনই ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দিয়ে JNU ক্যাম্পাসে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এসএফআই, আইসা, এআইএসএফের মতো মতো ছাত্রসংগঠনগুলির পাশে দাঁড়িয়েছিলেন তিনি। যে সংগঠনগুলিকে গেরুয়া শিবির 'টুকরে টুকরে গ্য়াং' আখ্যা দিয়েছিল। ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দেখা গিয়েছিল দীপিকাকে। ঐশীর সঙ্গে দিপ্পির নমস্কার বিনিময়ের ছবিও ভাইরাল হয়ে যায়। মনে পড়ে সেসময় কালো পোশাক পরে দিপ্পির JNU-তে যাওয়া, সেদিন অভিনেত্রীর চোখ ভরেছিল জলে। যা নিয়ে গেরুয়া শিবিরের রোষের মুখে পড়েছিলেন দীপিকা পড়ুকোন।
সঞ্জয়লীলা বনশালি পরিচালিত দীপিকার ছবি 'পদ্মাবত' মুক্তি পাওয়ার সময়ও চর্চায় উঠে এসেছিলেন অভিনেত্রী। করনিসেনার রোষের মুখে পড়েছিলেন দীপিকা। প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।
এরপর ২০২৩-এ যখন নেটদুনিয়ার একটা অংশ ‘বয়কট বলিউড’ নিয়ে সরব, ঠিক তখনই মুক্তি পেয়েছিল কিং খান শাহরুখের বহু চর্চিত ছবি 'পাঠান'। যেখানে গেরুয়া বিকিনি পরে চর্চায় উঠে এসেছিলেন দীপিকা। হয়েছিল বিতর্ক, আবার শরীর দেখানো নিয়েও কেউ কেউ কটাক্ষ করে বলেছিলেন 'বেশরম রং'-এ দীপিকা সত্য়িই বেশরকম।
আর তরপর ২০২৩-এ করণ জোহরের কফি উইথ করণের কাউচে বসে 'ওপেন রিলেশনশিপ' নিয়ে কথা বলেছিলেন দীপিকা। ব্যস ওমনি শুরু হয়েছিল চর্চা। সকলেরই বিস্ময় প্রশ্ন, যে দিপ্পি একদিন প্রেমের বিষয়ে নিজেকে ডেডিকেটেড বলে দাবি করতেন, তিনিই এখন কিনা ওপেন রিলেশনশিপের কথা বলছেন!
দীপিকা পাড়ুকোন বলেছিলেন, রণবীরকে (সিং) ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাঁদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়েই নীতি পুলিশদের রোষের মুখে পড়েন দীপিকা। কিন্তু ঠিক কী বলেছিলেন তিনি? অভিনেত্রী বলেন, ‘আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাইনি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।’
এদিকে রণবীর সিং-আর রণবীর কাপুর ছাড়াও আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন দীপিকা। একসময় লিকার ব্যারন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের সঙ্গে প্রেম করতেন তিনি। ম্য়াচ চলাকালীন গ্যালারিতে সিদ্ধার্থ-দীপিকার চুমু নিয়ে একসময় ভীষণ চর্চা হয়েছিল।
একসময় বক্ষবিভাজিকা দেখানো নিয়ে দীপিকার মন্তব্য নিয়েও চর্চা হয়েছিল। দিপ্পি নীতি পুলিশদের জবাব দিয়ে সাফ জানিয়েছিলেন, 'হ্যাঁ আমি একজন মহিলা। আমার স্তন আছে। বক্ষ বিভাজিকাও আছে। তাতে আপনাদের কীসের সমস্যা? দীপিকার এই মন্তব্য নিয়ে সেসময় কিছু কম চর্চা হয়নি।
যদিও জীবনে বারবার পুরুষসঙ্গ নিয়ে দীপিকার সাফ কথা, ‘ভয় পাই না’। বিতর্ক নিয়েও বলেছিলেন, ‘বিতর্ক আমায় ছোঁয় না কোনও অনুভূতি নেই।’