শুক্রবার অর্থাৎ ১ অগস্ট প্রকাশ্যে এসেছে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক বিজয়ীদের নামের তালিকা কিন্তু বেশ লম্বা। এই তালিকাতেই জায়গা করে নিয়েছে অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ।
‘ডিপ ফ্রিজ’ মূলত সংসারে দুই ব্যক্তির মধ্যে চলা টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি। বিবাহ বিচ্ছেদের পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় ঠিক কতটা কঠিন হয়, তা নিয়ে এই ছবির গল্প। এই সিনেমায় স্বর্ণাভ চরিত্রে অভিনয় করেছেন আবির এবং চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
ছবিতে স্বর্ণ এবং মিলি নিজেদের আবেগ এবং যন্ত্রণা লুকিয়ে কীভাবে নিজেদের জীবনে লড়াই করছে সেই গল্পই দেখতে পাবেন এই ছবির মাধ্যমে। এই সিনেমায় আবির এবং তনুশ্রী ছাড়া অভিনয় করেছিলেন দেবযানী চট্টোপাধ্যায় এবং অনুরাধা মুখোপাধ্যায়।
জাতীয় পুরস্কার জিতে নেওয়ার পর আজকাল ডট ইন কে দেওয়া সাক্ষাৎকারে আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুরস্কার ঘোষণা করার পরেই তিনি ভীষণ খুশি হয়েছেন। যেহেতু এটি পরিচালকের প্রথম কাজ, তাই খুব স্বাভাবিকভাবেই আগামী দিনে তিনি আরও ভালো কাজ করার সাহস পাবেন বলে বিশ্বাস আবিরের। ঘটনাক্রমে ‘পুতুল নাচের ইতিকথা’ ছবির প্রিমিয়ারেই এই খুশির খবর শুনে আপ্লুত আবির।
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
আবিরের পাশাপাশি উচ্ছ্বসিত তনুশ্রী জানান, ভীষণ খুশি তিনি। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টাই করেন তিনি। ফলাফলের চিন্তা না করে মন দিয়ে কাজ করেন। এই পুরস্কারের জন্য তিনি গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে তনুশ্রী অভিনীত ‘গুমনামী’ ছবিটিও জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছিল।
‘ডিপ ফ্রিজ’ জাতীয় পুরস্কারে পুরস্কৃত হওয়ায় আপ্লুত পরিচালক অর্জুন দত্ত স্মরণ করেন মাকে। ছবির শ্যুটিং চলাকালীন তাঁর মা অসুস্থ ছিলেন, তারপর মারা যান। খুব স্বাভাবিকভাবেই এই পুরস্কারকে মায়ের আশীর্বাদ বলেই মনে করছেন পরিচালক। তবে পরিচালক হিসাবে যে দায়িত্ব আরও বেশি বেড়ে গেল সে কথা বলতেও ভোলেননি অর্জুন।