
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত টেলি অভিনেতা নীতিন চৌহান। হিন্দি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে একসময় চর্চায় উঠে এসেছিলেন নীতিন। পরবর্তী সময় MTV স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোল, তেরে ইয়ার হুঁ-র মতো একাধিক শোয়ে দেখা গিয়েছেন তাঁকে। শুক্রবার সকালে মুম্বইতেই মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৩৫ বছর।
নীতিনের কাছের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ‘আজ (৮ নভেম্বর) সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওঁরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ,আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’
কুলদীপ আরও জানান, ‘আমি এই মুহূর্তে ওর পরিবারের সঙ্গে মুম্বইতেই রয়েছি। ওঁর বাবাও দেহ দিল্লিতে নিয়ে যেতে এখানে আসছেন। রাত ১০টা উনি রওনা দিয়েছেন, আশাকরি ভোর ৪-৫টার মধ্যে উনি পৌঁছে যাবেন (যেসময় কুলদীপ কথাগুলি বলছিলেন তখনও অভিনেতার বাবা পৌঁছোননি মুম্বইতে)। আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।’
এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তাঁর আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তাঁর বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’।অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি আপনি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতেন তাহলে ভালো হত।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি হিন্দি রিয়েলিটি শো দাদাগিরি ২ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন। জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে। তবে শেষবার তিনি ২০২২ সালে 'তেরা ইয়ার হুঁ'তে অভিনয় করেছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports