ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্স ঘটে ২০২৫-এর শুরুতেই। যদিও কেন এই বিয়ে ভাঙল তা নিয়ে নানা মুনির নানা মত। একাংশের ধারণা, চাহাল আর আরজে মাহভাশের ঘনিষ্ঠতাই নাকি ধনশ্রীর সঙ্গে বিয়ে ভেঙেছে। আবার আরেকাংশের ধারণা যে চাহালের পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না ধনশ্রী, তাই এই বিচ্ছেদ।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ডিভোর্সের কারণ নিয়ে মুখ খুললেন চাহাল। একটি পডকাস্টে চহাল বলেন যে, সমস্যা দীর্ঘদিন ধরেই ছিল, তবে তারা উভয়ই সোশ্যাল মিডিয়ায় সব ঠিক আছে এমন ভান করছিলেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, তাঁর আর ধনশ্রীর স্বভাব মেলে না। এমনকী, তাঁরা একে-অপরকে খুব একটা সময় দিতে পারতেন না বলেও জানান চাহাল এই পডকাস্টে।
রাজ শমানির পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, ‘খুব সুন্দর একটা প্রেমের গল্প ছিল আপনাদের। লোকেরা আপনাদের দুজনকে খুব পছন্দও করত এবং হঠাৎ একদিন খবর আসে যে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন। কোথায় ভুল হয়েছিল?’ এতে চাহাল জবাব দেন, ‘এটা অনেকদিন ধরেই চলছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটি না হওয়া পর্যন্ত (ডিভোর্স) আমরা সামনে আনব না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতক্ষণ না সেই বিন্দুতে পৌঁছাচ্ছি, ততক্ষণ আমরা জনসমক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় সাধারণ দম্পতির মতোই থাকব।’
কোথায় ভুল হয়েছিল জানতে চাওয়া হলে চাহালের কাছ থেকে জবাব আসে, ‘আমার মনে হয় সম্পর্কে বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ। দু'পক্ষকেই কিছু না কিছু আপোস করতে হবে। রেগে গেলে দুজনকেই একে-অপরের কথা শুনতে হবে। আমি ভারতের হয়ে খেলায় ব্যস্ত ছিলাম, ও নিজের কাজে। আমরা একে-অপরের জন্য ঠিক করে সময়ও বের করতে পারতাম না। এক-দু বছর ধরে এরকমই চলছিল।’
‘আমার মনে হয় আমরা এতটাই কাজে ডুবে গিয়েছিলাম যে, সম্পর্কে মন দিতে পারছিলাম না।’, আরও বলেন চাহাল। আপাতত চাহালের সঙ্গে আরজে মাহভাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। দুজনে প্রেম করছেন বলেও খবর। এমনকী, চহালের আইপিএলের ম্যাচে তাঁকে উৎসাহ দিতে মাঠে একাধিকবার উপস্থিত থাকতে দেখা গিয়েছে মাহভাশকে।