একই ফ্রেমে আরবাজ খানের সঙ্গে দেখা যাচ্ছে আরেক বলিউড অভিনেতাকে। কে বলুন তো? চিনতে পারলেন? আচ্ছা একটু হিন্ট দিই। ইনি বলিউডের অন্যতম বিখ্যাত কমেডিয়ান অভিনেতা। একাধিক মজার ছবিতে কাজ করেছেন। ইনি আবার মুন্নাভাইয়ের সহচরও বটে। বুঝলেন এবার? হ্যাঁ, ইনি হলেন আরশাদ ওয়ার্সি।
আরশাদ ওয়ার্সি এবং আরবাজ খানের ছবি প্রসঙ্গে
যে ছবিটি এখানে দেখা যাচ্ছে সেটি একটি ছবির পোস্টার যা কোনওদিন মুক্তি পায়নি। এই ছবিটির নাম ছিল জিতেঙ্গে হাম, এখানে একজন রাগী যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন আরবাজ। তিনি নিজেই এই ছবি প্রকাশ্যে এনেছিলেন। এই ছবি প্রসঙ্গে লিখেছিলেন, '১৯৯৭ সালে করা জিতেঙ্গে হাম ছবি থেকে স্টিল ছবি। এই ছবিটি কখনই মুক্তি পায়নি। এখানে আমার সঙ্গে আরশাদ ওয়ার্সি ছিল।' সেখানে আরবাজ খানের সঙ্গে দেখা গিয়েছিল আরশাদ ওয়ার্সিকে।
আরও পড়ুন: পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য - সারার ছবি?
আরও পড়ুন: 'ভীষণ ভীষণ খুশি...' রাতুল - রূপাঞ্জনাকে নতুন জীবনের শুভেচ্ছা ইশার, টলিউডের কোন কোন তারকারা এলেন বিয়েতে?
আরশাদ ওয়ার্সির কেরিয়ার মুন্নাভাই এমএমবিএস ছবির পর বদলে যায়। সেখানে তিনি মুন্নাভাইয়ের ডান হাত অর্থাৎ সার্কিটের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আরশাদ। এছাড়া তিনি তিনি একাধিক কমেডি ঘরানার ছবিতে কাজ করেছেন যেমন, গোলমাল, লাগে রাহো মুন্নাভাই, ধামাল, ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
আরশাদ ওয়ার্সির জন্মদিন
সদ্যই আরশাদ ওয়ার্সির জন্মদিন গেল। ১৯ এপ্রিল তিনি ৫৬ বছরে পা দিলেন। এআর তখনই তাঁর জন্মদিন উপলক্ষে অভিনেতার বেশ কিছু অদেখা ছবি প্রকাশ্যে আসে। আর এই ছবিটি তার অন্যতম।
আরও পড়ুন: শেক্সপিয়রের ওথেলো নতুন রূপে আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ - সোহিনীর অথৈ?
প্রসঙ্গত আরশাদ ওয়ার্সি ১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম ক্রিশ্চান তারপর ইসলাম মতে বিয়ে করেন মারিয়া গোরেত্তিকে। তাঁদের দুটো সন্তান আছে।