
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত বছর ক্রিসমাসে মেয়েকে ক্যামেরার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া। হঠাৎ করেই পাপারাৎজিদের সামনে মেয়েকে দাঁড় করিয়ে চমকে দেন রণবীর। শুরুতে ঘাবড়ে গিয়েছিলেন আলিয়াও। তবে খুদে রাহা এখন ইন্টারটেন সেনসেশন। পিসতুতো দাদা তৈমুরের মতো ক্যামেরার সামনে পোজ দিতে ওস্তাদ এই খুদেও। আরও পড়ুন-২ বছরের জন্মদিন রণবীর-আলিয়ার আদরের মেয়ে রাহার! এই নামের আছে একাধিক অর্থ, তবে সবচেয়ে মিষ্টি বাংলা
রাহার নানান মুহূর্ত সোশ্যালে ভাইরাল হয়। সম্প্রতি পিসিমণি ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে রাহার একটি মিষ্টি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই ছবি দেখলে আপনার মন গলতে বাধ্য।
শুক্রবার ইনস্টাগ্রামে নীল টুপি ও মাস্ক পরা ছোট্ট রাহা কাপুরের সঙ্গে এই একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন ঋদ্ধিমা। রাহার মুখ দেখা না গেলেও ঋদ্ধিমার খুশির অভিব্যক্তিতে বোঝা যাচ্ছিল মুহূর্তটা কতটা মূল্যবান।
ছবির ক্যাপশনে ঋদ্ধিমা লাল হৃদয়ের ইমোজি দিয়ে হ্যাশট্যাগে লিখেছেন বুয়া-ভাতিজি টাইম (পিসি-ভাইঝির সময়)। আর ক্যাপশনে লিখেছেন, আমার পপসিকলের সঙ্গে। পপসিকলের মতোই মিষ্টি রাহা, তাই আদর করে ভাইঝিকে এই নামেই ডাকেন ঋদ্ধিমা।
চলতি মাসের শুরুতেই রাহার দ্বিতীয় জন্মদিন উপলক্ষ্যে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন আলিয়া। মেয়েকে খোলা চিঠিতে আলিয়া লেখেন, ‘আজ তোমার ২ বছর। তবে এই ভাবেই আমি সেই সময়কে ফিরিয়ে দিতে চাই যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আমার মনে হয়, সমস্ত বাবা-মাই চান, তাঁর সন্তান চিরকালই শিশুই থাকুক। শুভ জন্মদিন আমার জীবন। তুমি আমার কাছে এখন বার্থডে-কেক-এর মতোই একটা অনুভূতি।'
রাহার দ্বিতীয় জন্মদিন উদযাপনের জন্য সাফারি-থিম বেছেছিলেন রণবীর-আলিয়া, কারণ জঙ্গলের সঙ্গে একাত্ম এই জুটির ভালোবাসার সফর। জঙ্গলে সাফারি রাইডগুলি অত্যন্ত পছন্দ করেন দুজনে। আলিয়া এর আগে কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভকে দম্পতির প্রিয় জায়গা বলে উল্লেখ করেছিলেন। সেখানেই আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রণবীর।
বেশ কয়েক বছর ডেটিংয়ের পর ২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন আলিয়া ও রণবীর কাপুর। ২০২২ সালের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়। সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এছাড়াও নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল পার্কের দুটি অংশে দেখা যাবে রণবীরকে। আলিয়া আপতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি আলফা নিয়ে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports