
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজনীতিতে ফিরে এলেন গোবিন্দা। বৃহস্পতিবার ২৮ মার্চ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে তিনি এদিন শিবসেনায় যোগ দিলেন। পিটিআইয়ের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে কিছুদিন আগেই একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেছিলেন গোবিন্দা। সেই মিটিংয়ের পরই তিনি শিবসেনায় যোগ দিলেন।
আরও পড়ুন: ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব - জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা?
গোবিন্দা এর আগেও রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তখন তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এমনকি সেই দলের হয়ে ২০০৪ সালে লোকসভায় লড়েছিলেন উত্তর মুম্বই কেন্দ্র থেকে। তখন তিনি বিজেপির বর্ষীয়ান নেতা রাম নায়ককে পরাজিত করেন। এরপর তিনি কংগ্রেসের থেকে মুখ ফেরান এবং ২০০৯ সালের লোকসভা নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ২২ - এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার?
আরও পড়ুন: অ্যানিম্যালের পর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?
গোবিন্দা এদিন রাজনীতিতে পুনরায় যোগ দিয়ে বলেন, 'আমি মন দিয়ে ভালো করে কাজ করব। শিল্পের উন্নতির দিকে নজর রাখব।' একই সঙ্গে তিনি জানান মুম্বই এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। একনাথ শিন্ডের জন্যই সেটা সম্ভব হয়েছে। এছাড়া অভিনেতা জানান তাঁর বাবা মায়ের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের খুব ভালো সম্পর্ক ছিল। তবে কি এবার আবার নির্বাচনে লড়বেন গোবিন্দা? সেই বিষয়ে তিনি কোনও উত্তর দেয়নি।
আরও পড়ুন: শাকিবের সঙ্গে 'চেঙ্গিজ'-এর জিতের হুবহু মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি
অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন কোনও শর্ত ছাড়াই গোবিন্দা শিবসেনায় যোগ দিয়েছেন। বৃহস্পতিবার ২৮ মার্চ মুম্বইয়ের বালাসাহেব ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই গোবিন্দা শিবসেনায় যোগ দেন। যদি তিনি নির্বাচনে লড়েন তাহলে ২০০৪ সালের মতোই তিনি উত্তর মুম্বই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports