একদিকে নিরঞ্জন মন্ডল, অন্যদিকে সন্দীপ্তা সেন। একজন সোশ্যাল মিডিয়ার রাজা অন্যজন গুণী অভিনেত্রী। এই দুইয়ের মেলবন্ধন তৈরি করতে চলেছে এক অসাধারণ গল্প, যার নাম ‘বীরাঙ্গনা’। আগামী ২৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। ছবি মুক্তির আগে হইচই নিয়ে এল ছবির ট্রেলার।
হইচইয়ের তরফ থেকে যে ট্রেলার মুক্তি পেয়েছে তার ক্যাপশনে লেখা, সিঁদুরের লাল রঙ মুছে যাচ্ছে রক্তের দাগে আর সানাইয়ের সুর পরিণত হচ্ছে কান্নায়। শহরকে এক সিরিয়াল কিলারের আতঙ্ক থেকে কি বাঁচাতে পারবে SI চিত্রা বসু?
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে, শহরে একের পর এক নববধূ খুন হয়ে যাচ্ছে। তবে ঠিক খুন বলা চলে না, নিজে থেকে বিষ খাচ্ছে তারা। কিন্তু কেন? সত্যি কি আত্মহত্যা করছে নাকি কেউ আত্মহত্যা করতে বাধ্য করছে?
এরপরই দেখা যায় সন্দীপ্তার গ্র্যান্ড এন্ট্রি। চোখের সামনে খুনি ঘুরে বেড়ালেও তাকে ধরতে পারে না চিত্রা। নিজেই বারবার একাধিক প্রশ্নের সম্মুখীন হয় সে। ব্যক্তিগত জীবনেও চলতে থাকে টানাপোড়েন। এইসব সমস্যা কাটিয়ে আদৌ খুনিকে কি ধরতে পারবে চিত্রা?
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
বীরাঙ্গনা ট্রেলার দেখে আরও একবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করার পালা। এর আগেও হইচই একাধিক দুর্দান্ত সিরিজ উপহার দিয়েছে দর্শকদের, তবে এবার নিরঞ্জন থাকার কারণে সিরিজটি নিয়ে কিছুটা বাড়তি উত্তেজনা কাজ করছে সকলের মধ্যে।