অভিনেত্রী বিপাশা বসু বহুদিন হল অভিনয়ের জগত থেকে দূরে। যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বলিউডের এই বাঙালি নায়িকা। সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা গিয়েছে যে, তাঁর ছোট্ট মেয়ে দেবী নিজের হাতে গণেশ মূর্তি বানাচ্ছে।
মঙ্গলবার, বিপাশা তার মেয়ে দেবীর হাতে গণেশ মূর্তির তৈরির একটি মিষ্টি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করে নেন। যেখানে দেখা যায়, এক মহিলার সাহায্যে মাটি দিয়ে গণেশ বানাচ্ছে দেবী। খুব সম্ভবত বিপাশা-কন্যার প্লে স্কুলের ভিডিয়ো এটি। কারণ সেখানে দেবীর বয়সী আর কচিকাচাদের দেখা গেল।
বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার তাঁদের বিয়ের ছয় বছর পরে ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের প্রথম সন্তান, একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন। আর কন্যার নাম রাখেন তাঁরা দেবী। মেয়ের জন্মের পর আর সেভাবে কাজে ফেরেননি বিপাশা। সন্তানকেই দিয়েছেন নিজের সবটা সময়।
বছরখানেক আগে নেহা ধুপিয়ার পডকাস্টে এসে বিপাশা জানিয়েছিলেন যে, তাঁদের মেয়ে দেবী জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল। জন্মের পর হৃৎপিণ্ডে দুটি ফুটো ধরা পড়ে দেবীর। খুব স্বাভাবিকভাবেই চিকিৎসকের কাছে এই কথা শোনার পর রীতিমতো ভেঙে পড়েছিলেন তাঁরা। সেইসময় পরিবারের কাউকে জানতেও দেননি সেই কথা।
এরপর মাত্র তিন মাস বয়স হতেই ওপেন হার্ট সার্জারি করা হয় দেবীর। সেই সময়ে চিকিৎসকেরা বলে দিয়েছিলেন, মেয়ের যেন কোনও ভাবে ফুসফুসে সংক্রমণ না হয়। একাই মেয়েকে দেখভাল করেছিলেন বিপাশা সেই সময়টা। সংক্রমণ এড়াতে কাওকে কাছে ঘেষতে দেননি। এদিকে একটা সিনেমার শ্যুটে করণ শহরের বাইরে ছিল ১৫ দিন। দিনরাত না ঘুমিয়ে মেয়েকে দেখভাল করেছিলেন বিপাশা। ৪ মাসের দেবীর অস্ত্রোপচার হয়েছিল প্রায় ৬ ঘণ্টা ধরে। আর এখন পুরোপুরি সুস্থ ছোট্ট এই রাজকন্যে।